মহিলাদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া উত্তম না বাড়ীতে একা একা নামাজ পড়া উত্তম?
কোনো মহিলার মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়ার ফজিলত বেশি নাকি মসজিদে গিয়ে নামাজ পড়ার ফজিলত বেশি ?আমরা জানি মসজিদে সলাত আদায়ের ফযীলত অনেক বেশি। অনেকসময় অনেকে মহিলাদের মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে উমর (রা) এর স্ত্রীর উদাহণ তুলে ধরেন।
এক্ষেত্রে মহিলাদের জন্য কোনটি অধিক ফযীলতপূর্ণ হবে ?মাসজিদে গিয়ে বেশি নেকীর উদ্দেশ্যে সলাত আদায় করা নাকি ফিৎনা এড়াতে নিজের বাসাতেই সলাত আদায় করা?
বিস্তারিত জানালে উপকৃত হই
জাযাকুমুল্লাহ