বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَغَرِّ بْنِ الصَّبَّاحِ، عَنْ خَلِيفَةَ بْنِ حُصَيْنٍ، عَنْ قَيْسِ بْنِ عَاصِمٍ، أَنَّهُ أَسْلَمَ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ .
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... কায়স ইবনু আসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি ইসলাম গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে পানি ও বদরী পত্র দিয়ে গোসল করতে নির্দেশ দিয়েছিলেন। - তাখরীজুল মিশকাত ৫৪৩, সহিহ আবু দাউদ ৩৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ৬০৫ [আল মাদানী প্রকাশনী]
কিছু আলিমগণ এই হাদীস অনুসারে ফতওয়া গ্রহণ করেছেন। তারা ইসলাম গ্রহণের পর গোসল করা মুস্তাহাব বলে মনে করেন।
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যদি কালেমা পাঠের আগে গোসল না করে,তাহলে কালেমা পাঠের পর গোসল করবে।
আর যদি কালেমা পাঠের আগেই গোসল করে নেয়,তাহলে ইসলাম গ্রহনের পর তাকে আর গোসল করতে হবেনা।
(০২)
আপনি ফরজ গোসলের ন্যায় কুলি করবেন,নাকে পানি দিবেন,আর সমস্ত শরীর ধৌত করবেন।
(০৩)
আপনি যদি কালেমা উচ্চারণ না করে তার বাংলা অর্থ বলেন,তবুও যথেষ্ট হবে।
তাই এটি নিয়ে টেনশনের কিছু নেই।
ফোনে কথা বলতে হলে ইনবক্সে মেসেজ দিতে পারেন।
(০৪)
ক,
আপনি সেই কাপড় পাক করে পড়তে পারেন,নতুবা অন্য কোনো পাক কাপড় পড়তে পারেন।
তবে সেই নাপাক কাপড় পরিধান করবেননা।
(০৫)
মাটি বা প্লাস্টারের মেঝে,দেয়াল ইত্যাদি।
যার মধ্যে শোষন ক্ষমতা রয়েছে।
ক,
তাহা নাপাক।