আসসালামু আলাইকুম হুজুর।
১।কোন মহিলা যদি মুখে বলে ফেলে"""" তা*** দিয়েছি ও না,,,নিয়েছি ও না। """
অর্থাত সে বুঝাতে চেয়েছে সে কখনোই তা*** দেয়নি বা নেয়নি। সে কথাটা এভাবে দিয়েছিও না,, নিয়েছিও না,,এইভাবে বলার কারনে কি নিজের দিকে নসিবত করে বলা হয়ে যাবে?? বা তার তা*** হয়ে যাবে? দয়া করে সমাধান জানাবেন।
২। মহিলা "" তা*** দিয়েছিও না,,,নিয়েছি ও না,,,""" এইটুকু বলার সময় নিজের জন্য নিয়ত চলে আসলে কি সমস্যা হয়ে যাবে??