ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ডিসের তুলনায় ওয়াইফাই ব্যবসা তুলনামূলক ভালো।এমনকি ডিসের ব্যবসা স্পষ্টত হারাম।তবে ওয়াইফাই দ্বারা যেহেতু হালাম হারাম উভয় কাজ করার সম্ভাবনা রয়েছে, সুতরাং ওয়াইফাই ব্যবসার রুখসত থাকবে।ওয়াইফাইকে হারাম পথে যিনি ব্যবহার করবেন, গোনাহ উনারই হবে।
(২)
কাফির যে প্রথম থেকেই অমুসলিম।মুরতাদ হল,যে প্রথমে মুসলমান ছিল,পরবর্তীতে ইসলাম ত্যাগ করেছে।
(৩)
বহু বিবাহ কে অস্বীকার না করে থাকলে সে কাফির হবে না। হ্যা নিজের জন্য অপছন্দ করার দ্বারা ঈমানে কোনো সমস্যা হবে না।
(৪)
এমন অস্থিরতা অনিচিৎ। বরং আপনার চেষ্টা খাকা চাই,নিজে কিভাবে আমল করবেন।মাতাপিতাকে কিভাবে নেক আমলের দাওয়াত দিবেন।
(৫)
তাদের অজ্ঞতার কারণে হলে,আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন।
(৬)
তাদের উদ্দেশ্য নামাজ না পড়ানো নয়, বরং আপনার উগ্রতাকে নিয়ন্ত্রণ করা।উগ্রতাকে ইসলাম পছন্দ করে না।সুতরাং তাদের ঈমানে কোনো সমস্যা হবে না।