ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
(১)
জন্মমাসে বা জন্মদিনে বিবাহ করা ঠিক না। ইসলামে এইরকম কিছু নেই। এগুলো শুধুই ভ্রান্ত ধারণা।
(২)
এ সম্পর্কে জানতে নিচের আলোচনা গুলো গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝতে হবে।
মিছকাল/দিনার এবং দিরহামে হিসাব সহ স্বর্ণ রূপায় যাকাতের বৃটিশ পদ্ধতির হিসাব।
(এক)
(ক)
১মিছকাল/দিনার =৪.২৫গ্রাম
২০মিছকাল। =(৪.২৫*২০)
=৮৫গ্রাম।
(খ)
১দিরহাম =২.৯৭৫গ্রাম
২০০দিরহাম। =(২.৯৭৫*২০০)
=৫৯৫গ্রাম।
(গ)
মহরে ফাতেমী ছিলো,৫০০দিরহাম
১দিরহাম =২.৯৭৫গ্রাম
=(২.৯৭৫*৫০০)
=১৪৮৭.৫গ্রাম
(দুই)
(ক)
১১.৩৩৩গ্রাম। = ১ভড়ি
সুতরাং যাকাতের জন্য
স্বর্ণের নেসাব হবে=(৮৫÷১১.৩৩৩)
=৭.৫ভড়ি
এবং
রূপার নেসাব হবে =(৫৯৫÷১১.৩৩৩)
=৫২.৫ভড়ি
এবং
মহরে ফাতেমী হবে=(২.৯৭৫*৫০০)
=১৩১.২৫৩ভড়ি
এই হিসাব ছিলো,
১ভড়ি=১১.৩৩৩গ্রাম হিসেবে।
সুতরাং যদি বর্তমানে
১ভড়ি=১০.০০গ্রাম হয়ে থাকে,
তাহলে ১৪৮৭.৫গ্রাম সমান ১৪৮.৭৫ভড়ি হবে।
সরকার অনুমোদিত জুয়েলারি সমিতি কর্তৃক নির্ধারিত মূল্যই গ্রহণযোগ্য হিসেবে পরিগণিত হবে।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মহরে ফাতেমির পরিমাণ হল,১৩১ তুলা রুপার মূল্য।কেউ কেউ ১৪৭ তুলা রুপার কথাও বলেছেন।
এক ভড়ি রূপার মূল্য, ১০০০টাকা হলে ১৩১ তুলা রুপার মূল্য হবে,১,৩১,০০০টাকা।