আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
224 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (14 points)
edited by
আসসালামু আলাইকুম
আমি একটা বিষয়ের উপর কোর্স কিনেছিলাম। সেখানে তারা তাদের কোর্সে কতগুলো ক্লাস করাবে আর কি কি সুবিধা আছে তা পূর্ব থেকেই উল্লেখ করে। সেখানে তারা আমাদের জন্য কিছু গনিত অনুশীলনের জন্য পিডিএফ আকারে দেয়ার সুবিধা বলে।
আর কোর্স শুরু হওয়ার পর কিছু ছাত্র এই কোর্সের ভিডিও বিভিন্ন ভাবে তা অন্যের কাছে শেয়ার করে যারা এই কোর্স কিনে নাই।
তাই কর্তৃপক্ষ বিভিন্ন রেস্ট্রিকশন আনে যেমন কোর্সের ভিডিও  ফেসবুক তগেজে অন্য এক ওয়েবসাইটে নিয়ে যায় যাতে এগুলো ডাউনলোড নাহ করা যায়।  আর অনুশীলন করার পিডিএফ গুলো গুগল ড্রাইভে কিছুটা লক সিস্টেমে রাখে যাতে তা কেও ডাউনলোড করতে নাহ পারে।
(আর অনুশীলন করা পিডিএফ গুলো ২ধরনের করে যেখানে তারা প্রশ্ন গুলো একটা পিডিএফ এ আর আর আরেকটাতে তারা উত্তর গুলো রাখে। আর আমাদেরকে প্রশ্নযুক্ত পিডিএফ গুলো ডাউনলোড করার সুবিধা রাখে।আর উত্তর এর পিডিএফটা ডাউনলোড অপশন ব্লক রাখে।আর আমাদের প্রশ্ন যুক্ত পিডিএফ প্রিন্ট করার জন্য বলে।
তবে পরে দেখা যায় বেশিরভাগ উত্তরযুক্ত পিডিএফেও ডাউনলোডের তারা অপশন রাখে।)

তারা বিভিন্ন ধরনের আইনের কথা বলে শাস্তি প্রয়োগের কথা বলে যারা এই কোর্সের ভিডিওগুলো অন্যের নিকট শেয়ার করবে।কিন্তু পিডিএফ সম্পর্কে তেমন কিছু বলে নাহ।(পিডিএফে বিভিন্ন ধরনের বই থেকে তার পছন্দ অনুযায়ী কিছু অংক জমা করা)

আমি আমার সুবিধার জন্য সেসব ভিডিও ডাউনলোড করে দেখেছি। আর পিডিএফ গুলো যেগুলোর ডাউনলোড ব্লক করে রেখেছিলো সেগুলো ভিন্ন পথে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিই।
এখন আমার কথা হলো তারা যে কারনে এসব রেস্ট্রিকশান রাখে আমি সে কারণে এগুলো ডাউনলোড করিনি আর কাঊকে দিওনি।এছাড়া আমার দেখা মতে আমি যে পিডিএফ গুলো প্রিন্ট করাই সেগুলোর নিরাপত্তায় তাদের খুব একটা মাথাব্যাথা নেই।
এখন আমার কি করনীয়? প্রিন্ট করে ব্যবহার করা কি আমার অনুমতি আছে?

1 Answer

0 votes
by (597,330 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1197 নং ফাতাওয়ায় আমরা লিখেছি যে,
ফেকহী মাকালাত (আল্লামা তাকী উসমানী দাঃবাঃ)-১/২৩৬ এ বর্ণিত রয়েছে।তথা সত্ত্বর ক্রয়-বিক্রয় এবং অন্যান্য সম্পত্তির মত সত্ত্ব সংরক্ষিত কি না? সে সম্পর্কে বিশদভাবে আলোচনা রয়েছে।
আমি নিম্নে সারসংক্ষেপ মূলক কিছু আলোচনা তুলে ধরছি।প্রয়জনে উক্ত কিতাবকে অধ্যয়ন করা যেতে পারে।

আবিস্কার এবং প্রকাশনা সত্ত্বের ক্রয়-বিক্রয়
আবিস্কার সত্ত্ব এমন একটি সত্ত্বকে বলা হয়, যা প্রচলিত নিয়মানুসারে কিংবা আইনগত দিক দিয়ে ওই ব্যক্তির অনুকূলে থাকে,যে ব্যক্তি নতুন কোনো জিনিষ আবিস্কার করেছে বা কোনো জিনিষের নতুন আকৃতি বা রূপ দান করেছে।আর আবিস্কার সত্ত্বের অর্থ হল,এককভাবে ওই ব্যক্তির জন্যই নিজের আবিস্কৃত জিনিষ বানানোর এবং বাজারজাত করার অধিকার থাকবে।আবার কোনো কোনো সময় আবিস্কারক তার আবিস্কার সত্ত্ব অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর সত্ত্ব ক্রয়কারী তখন আবিস্কারকের মত বাণিজ্যিক ভিত্তিতে ওই জিনিষ প্রস্তুত করে থাকে।এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো কিতাব, বই লিখে কিংবা সংকলন করে, তাহলে ওই কিতাব-বই, প্রকাশ-প্রচার ব্যবসায়িক ভিত্তিতে বাজারজাত করার অধিকার লেখক বা সংখকলকের জন্য সংরক্ষিত থাকে।আবার কোনো কোনো সময় কিতাবের লেখক ওই সত্ত্ব অন্যের কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর ওই সময় ক্রেতা এই কিতাবের প্রকাশ-প্রচার এবং ব্যবসা-বাণিজ্য করার সত্ত্বাধিকারী হয়ে যায়।যে অধিকার পূর্বে লেখকের ছিল,সেই অধিকার চলে আসে ক্রেতার নিয়ন্ত্রণে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ভিডিও হোক বা অডিও কিংবা প্রিন্ট, এ সবগুলোর একই বিধান।তথা কর্তৃপক্ষের সরাসরি বা মৌন সম্মতি থাকলে, অন্যকে দেয়া যাবে, নতুবা যাবে না।

আপনি প্রিন্ট সম্পর্কে কর্তৃপক্ষকে জিজ্ঞাস করুন, এগুলোর সত্ব সংরক্ষিত কি না? সংরক্ষিত হলে এগুলো অন্যকে দেয়া জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (14 points)
এই প্রিন্ট শুধু আমার নিজের ব্যবহারের ক্ষেত্রে কি হুকুম হবে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...