ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/29660 নং ফাতাওয়ায় বলেছি যে,
যে সকল ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ বৈধ,সেকল ক্ষেত্রে উনার জন্য চিকিৎসা প্রদান জায়েয ও বৈধ।আর যে সকল ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণের অনুমোদন শরীয়তে নাই,সেসকল ক্ষেত্রে আপনার আম্মুর জন্য চিকিৎসা প্রদান জায়েয হবে না।এমন নাজায়েয কাজে সহযোগিতা করার দরুণ আপনার আম্মুর অবশ্যই গোনাহ হবে।যেহেতু তিনি প্রতিষ্টানে চাকুরী করেন,যেখানে হালাল হারামের কোনো তোয়াক্কা করা হবে না,তাই উনার জন্য এমন চাকুরী গ্রহণ না করাই শ্রেয়।
পরিবার পরিকল্পনা বিভাগে যেহেতু হারাম কাজের সাথে সাথে হালাল কাজও রয়েছে।আপনার বিবরণমতে দেখা যাচ্ছে যে, হারাম কাজের তুলনায় হালাল কাজের আধিক্যই বেশী।তাই আপনার বাবা মায়ের ইনকামকে আমরা হারাম বলতে পারছি না।সুতরাং আপনার বাবা মায়ের ইনকাম হালালই হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1907
(শেষ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
রোজার ঈদের পরদিন থেকে রোজা রাখা যাবে। এতে কোনো সমস্যা হবে না।