জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الْمَرَّارُ بْنُ حَمُّويَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ
আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি দু’ ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে ইবাদত করবে তার অন্তর ঐ দিন মরবে না, যে দিন অন্তরসমূহ মরে যাবে।
(ইবনে মাজাহ ১৭৮২.বায়হাকী ৪/১০৩। যঈফাহ ৫২১, ৫১৩৬, তা’লীকুর রগীব ২/১০০।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ঈদের রাতে নফল ইবাদত করে রাত্রী জাগরনের কথা হাদীস শরীফে এসেছে।
তবে কোনো বিশেষ নামাজ বা বিশেষ দোয়ার কথা হাদীসে নেই।
সুতরাং প্রশ্নে উল্লেখিত আমলের কথা কুরআন হাদীসে নেই।
তবে এট যেহেতু নফল নামাজ,তাই আপনি এভাবে কুরআনে বর্ণিত উক্ত দোয়া পড়তে পারেন।
তবে নামাজের বাংলায় দোয়া করবেননা।
নামাজ শেষে বাংলায় দোয়া করবেন।
এ সংক্রান্ত জানুনঃ