আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
যখন অনেক বেশি পায়খানা বা পাতলা পায়খানা হয়,অনেক সময় পায়খানা সমাপ্ত হবার পরেও যতই পানি ঢালি মলদ্বারে ,পরিষ্কার করার সময় মলদ্বারের ওখানে হাত লাগার সময় একটু তরল জাতীয় মনে হয়।(তরল জাতীয় না,তবে তরল জাতীয় ভাব,অর্থাৎ অন্য সময় মলত্যাগের পর ওখানে হাত দিলে বা পাশের চামড়ায় হাত দিলে যেমনটি,ওমনটি নয়),এমতবাস্থায় বারবার পানি দিয়ে ধুলেও তা অল্প অল্প ওমনলাগে।,যত ঢালিনা কেন তবু লাগে। আমি শক্তভাবে নিশ্চিত এতে লাগা পানির বৈশিষ্ট পরিবর্তন হয়না,ওয়াল্লাহু 'আলাম।
তখন আমি কয়েকবার পানি ঢেলে এক দু সেকেন্ড অপেক্ষা করি যাতে কিছু পানি পড়ে যায়।এরপর উঠে আসি।
এখন থেকে ভাবছি সাথে টিস্যুও ব্যবহার করব।কিন্তু পূর্বের ব্যাপারটি কি করব? এমনকি এই প্রশ্ন লিখার সময় ফজরের সালাত নিয়েও আমি চিন্তিত।এতে পাক হচ্ছে কিনা নাপাক।আমি এম্নিতে বেশ ওয়াসোয়াসায় ভুগি।আমি নিশ্চিত হতে পারছিনা।আপ্নারা কিছু বলুন