ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
আমার পরিচিত এক ভাইয়ের আত্মীয়র বিষয়ে একটা মাসআলা জানতে চাই। তিনি রিটায়ার্ড সরকারি অফিসার, নিজের শুধু ঘর আছে। এছাড়া আর কোনো জমিজমা নেই। বর্তমানে তার আর্থিক অবস্থা খুবই করুণ, পেনশনের টাকা দিয়ে কোনোমতে তার পরিবারের দিন চলে।
এমতাবস্থায় তাকে যাকাত/ফিতরা প্রদান করা যাবে কি?