ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কোন স্ত্রী যদি স্বামীকে বলে ভাল না লাগলে বলে দাও চলে যাব তুমার জীবন থেকে বা যদি বলে অন্য কাউকে ভালো লাগলে বলে দাও চলে যাব।স্ত্রী তালাকের নিয়তে যদি বলেও থাকে তবুও স্বামীকে যদি না বলে বা তালাকের কথা উচ্চারন না করে।এরপর স্বামীও যদি বলে যাওগা বা চলে যাও।স্বামী যদি তালাকের নিয়তকে অস্বীকার করে বা যদি তালাকের নিয়তে না বলে, তাহলে তালাক হবে না।
(২)
স্ত্রী যদি তালাক চায় স্বামী যদি বলে বার বার একই কথা বলিও না।আরো যদি বলে তালাক বললে বা হলে সব শেষ হয়ে যাবে।এর দ্বারা তালাক হবে না।
আবার যদি বলে আর যদি চাও অসুবিধা হবে।এটা নিয়ত ছাড়া ধমকের সূরে বললে শর্ত যুক্ত তালাক হবে না।
(৩)
স্বামী যদি মেসেজে ঝগড়া বা মনমালিন্যের সময় বলে কিছুদিন দূরে থাক বা আলাদা থাক। স্ত্রী যদি বলে যাইলে এক্কেবারে চলে যাও কিছুদিনের জন্য নয়।স্বামী যদি বলে ঠিক আছে।স্বামীর যদি এতে তালাকের নিয়ত না থাকে বা অস্বীকার করে, তাহলেও তালাক হবে না।
(৪)
স্বামী যদি মেসেজে বলে আলাদা থাক আমার থেকে বা দূরে থাক বা ১০০ হাত দূরে থাক রাগ করে বললে।এতে স্বামী তালাকের নিয়তকে অস্বীকার করলে বা নিয়ত না থাকলে, তালাক হবে না।