আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
108 views
in সালাত(Prayer) by (48 points)
আসসালামু আলাইকুম।
নামজে শেষ বৈঠকে তাশাহুদ, দরূদ, দয়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরানো শেষে বাম দিকে ফিরাতে ফিরাতে অনিচ্ছা সত্তেও ওযু ভেঙ্গে গেলে করণীয় কি? এক্ষেত্রে আবার ওযু করে এসে বাম দিকে সালাম ফিরাতে হবে?

আর , যদি আবারও ভঙ্গের কারণ ( গ্যাস্ট্রিকের সমস্যা) থাকে তাহলে কি করনীয়?

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


সুনানে আবু-দাউদে বর্ণিত রয়েছে,

 «إذا قلت هذا أو فعلت فقد تمت صلاتك إن شئت أن تقوم فقم، وإن شئت أن تقعد فاقعد»

যখন তুমি তাশাহুদ পড়ে নিবে,তখন তোমার  নামায পূর্ণ হয়ে যাবে।চাইলে তুমি  নামাযকে ছেড়ে দিয়ে(তথা ইচ্ছাকৃত নামাযকে ভঙ্গ করে আবার) দাড়াতে পারো।এবং চাইলে তুমি বসে থাকতেও পারো।

আরো জানুনঃ

قال في الدر (مع الرد کتاب الصلاة، باب صفة الصلاة ۲:۱۶۲): و من الواجبات- لفظ السلام مرتین فالثاني واجب علی الأصح برہان دون علیکم اھ وفي الرد: قولہ: ”دون علیکم“ فلیس بواجب عندنا اھ․
সারমর্মঃ
নামাজের ওয়াজিব গুলোর মধ্যে দুইবার সালাম শব্দ ওয়াজিব।

مراقي الفلاح شرح نور الإيضاح (ص: 95):
"و" يجب "لفظ السلام" مرتين في اليمين واليسار للمواظبة ولم يكن فرضا لحديث ابن مسعود "دون عليكم" لحصول المقصود بلفظ السلام دون متعلقه ويتجه الوجوب بالمواظبة عليه أيضًا."
সারমর্মঃ
ডানে বামে দুইবার সালাম শব্দ বলা ওয়াজিব।

الموسوعة الفقهية الكويتية (11/ 316):
"وَأَقَل مَا يُجْزِئُ فِي لَفْظِ السَّلاَمِ مَرَّتَيْنِ عِنْدَ الْحَنَفِيَّةِ " السَّلاَمُ " دُونَ قَوْلِهِ " عَلَيْكُمْ " . وَأَكْمَلُهُ وَهُوَ السُّنَّةُ أَنْ يَقُول : " السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ " مَرَّتَيْنِ."
সারমর্মঃ
সালামের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমান হলো সালাম শব্দ।
আলাইকুম শব্দ নয়।
তবে পূর্ণটা আদায় করা সুন্নাত। 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শরীয়তের বিধান হলো যদি কাহারো শেষ বৈঠকে তাশাহুদ পর বা এক সালাম ফিরানোর পর,বা সালাম ফিরানোর আগে অযু ভেঙ্গে  যায়,তাহলে তার নামাজ হয়ে যাবে।
তবে যেহেতু নামাজের শেষে দুই সালাম ফিরানো ওয়াজিব,তাই বেনার শর্তগুলোকে গুরুত্ব দিয়ে অযু করে এসে বাকি সালাম ফিরাবে।
নতুবা নামাজ পুনরায়  আদায় করা ওয়াজিব হবে।
তবে যদি ২য় সালামে ফিরানোর মধ্যে "সালাম" শব্দ বলার পর অযু ভেঙ্গে যায়,তাহলে নামাজের কোনো সমস্যাই হবেনা।


★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি আপনি বাম দিকে "সালাম" শব্দ বলে থাকেন,তারপর যদি অযু ভেঙ্গে যায় ,তাহলে আপনার নামাজে আর কিছুই করতে হবেনা।
পূর্ণ হয়ে গিয়েছে 

আর যদি সালাম শব্দ বলার আগেই অযু ভেঙ্গে যায়,তাহলে আপনি অযু করে এসে কাহারো সাথে কথাবার্তা না বলে বাম দিকে সালাম ফিরাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 314 views
...