আসসালামু 'আলাইকুম... প্লিজ সাহায্য করুন!!
১)স্বর্ণ ও রুপা মিলিয়ে ৭৭,৬২৫ টাকা আসছে।
(রুপা-১৮৫০ স্বর্ণ-৭৫,৭৭৫ টাকার আছে)
সাড়ে বায়ান্ন তোলা রুপার দাম ৪৭,২৫০/-
যাকাত কত আসবে?
২) রুপার শুধু একটা নুপুর আছে,এর দাম ১৮৫০/- যা বিক্রির নিয়াত আচগে,কারণ আওয়াজ করে এটা।হারাম পড়া।তাহলে এই রুপাটা বাদ দিলে,শুধু স্বর্ণ থাকবে,কিন্তু স্বর্ণ তো সাড়ে সাত ভরি নাই।তাহলে যাকাত দিতে হবে?
৩)যদি টিউশনির ৭৫০০/- আর ব্যাংকে ৭০০০/- এর মতো বৃত্তির টাকা আছে।এগুলোও আমার যাকাতের মধ্যে পড়বে?পড়লে টোটাল যাকাত কতো আসবে?
উল্লেখ্য, আমি অসুস্থ থাকি,তাই ডাক্টারের খরচ অনেক যায়।এক ধাক্কায় অনেক হাজার টাকা চলে যায়।সামনে কিছু টেস্ট করাতে হবে,ডক্টর আবার দেখাতে হবে ঈদের পর।সেই জন্য এই টাকা যাকাতের বাইরে রাখতে পারবো?না,যাকাত দিতে হবে?