১.আলেমদের গালি দিলে, বা তাদের নিয়ে কুনো বিরূপ মন্তব্য করলে কি ইমান চলে যায়?এমন অবস্থায় কি তার বিবাহ পরতে হবে না কি? নাহ শুধু তওবা করলেই চলবে।
২.যেকুনো মজা করলে বা কথা বললেই মনে হয় কুফরী করছি, শরিথ নিয়ে মজা করছি, আলেমদের নিয়ে কথা বলার সময়(যেমন ওরা এমন তেমন) কিছু বললেও ওসয়াসায় পরি মনে হয় তাদের নিয়ে মজা করলাম গালি দিলাম না কি?(যেমন, হেসে হেসে বলা যে আলেমরা অনেক খাওয়া দাওয়া করতে পারে,ইত্যাদি ) এটা মনে হলেই তওবা ও করি। (কিন্তু আলেমদর মন থেকে শ্রদ্ধা করি)। এভাবে কি কাফের হতে পারি?
আমাকে একটা সমাধান দিবেন দয়া করে।কিভাবে ুসব চিন্তা থেকে বাচতে পারি,নামাজে ও শুধু এসব মাথায় ঘুরে নামাজ ও পরতে পারি না।
আপনাদের অনেক বিরক্ত করবি ক্ষমা করবেন
৩.কেও তার স্ত্রীকে যদি বলে, "ফালতু নামাজ থেকে তোমার ঘরের কাজ জরুরী" ( নফল নামাজের লম্বা কিরাত পড়া নিয়ে স্বামী বলেছে" তাদের ব্যাপারে কি বিধান।