ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ছোট ভাই-বোনকে আবেগের বশে সন্তানসম বা সন্তানের মত বললে গুনাহ হবে না।তবে ভাই কে ভাই বলাই উত্তম।
(২)
কারো গিবত করে থাকলে, তার কাছ থেকেই মাফ চেয়ে নিতে হবে।মাফ চাওয়া সম্ভব হলে বিকল্প কোনো রাস্তা নেই। হ্যা, মাফ চাওয়া সম্ভব না হলে, তখন, ঐ ব্যক্তির পক্ষ্য থেকে কিছু সদকাহ করা উত্তম। এবং আল্লাহর কাছে তো মাফ চাইতেই হবে।
(৩)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5215
(৪)
ইস্তেখারা করার পর পাত্রীর মনে নেগেটিভ আসলেও যদি পাত্রীর পরিবার আগাতে চায় বা আগায়, সেক্ষেত্রে পাত্রী স্পষ্ট পরিবারকে জানিয়ে দেবে।এবং অন্ততপক্ষে আরো কিছু তত্ব তালাশ নেয়ার আবেদন করবে।যতক্ষণ না পাত্র সম্পর্কে ভালো খোজখবর অাসছে, ততক্ষণ পর্যন্ত পাত্রী ইস্তেখারা করতে পারে।