আসসালামু আলাইকুম।
১. আমি অফিসিয়াল কাজে স্টেশনের বাইরে যাতায়াতের জন্য বিমানের ভাড়া পাই। আমি চট্টগ্রাম থেকে মংলা বিমানযোগে আগমন করি। এখন ঈদ ছুটির জন্য চট্টগ্রামে সরাসরি ফেরত না গিয়ে চাঁদপুর ঈদ ছুটি কাটিয়ে চট্টগ্রামে ফেরত যাওয়ার আশা রাখি। এক্ষেত্রে আমার বিমানযোগে যাবার সুযোগ নেই। এখন কার্য শেষে ফেরত যাবার জন্য গৃহীত বিমানভাড়া কি হালাল হবে?
২. আমি আর্থিক সাশ্রয়ের জন্য যদি বিমানের টাকা নেয়া সত্ত্বেও বাস/ ট্রেন ব্যবহার করে যাতায়াত করি, তবে তা কি হালাল হবে? উল্লেখ্য, আমরা যাতায়াত বিলে "এই মর্মে অংগীকার করছি যে আমি বিমানযোগে যাতায়াত করেছি" লিখার নিচে স্বাক্ষর করি।