আসসালামু আলাইকুম। আমাকে এক বোন জিজ্ঞেস করছে এই প্রশ্ন।নিচে দেওয়া হলো।
উমরাহর জন্য ইহরাম বেধে যে ২রাকাত সুন্নত পড়ে সেটা তো আয়শা মসজিদে পড়তে হয়। হারাম বাউন্ডারির বাইরে গিয়ে যেকোন জায়গায় পড়ে নিলেই হয়। তো যাদের বাসা এই বাউন্ডারির বাইরে তারা বাসা থেকে ইহরাম বেধে সালাত আদায় করে চলে আসে। তো আমার বাসা হারাম বাউন্ডারির ভিতরে।
আয়শা মসজিদ আমার বাসার কাছে। ৫মিনিট মত লাগে। তো আমার হাসবেন্ড বলে উমরাহর জন্য গোসল টা বাসায় করে ইহরাম বেধে আয়শা মসজিদে চলে গেলে সুন্নত নামাজ পড়ে হারামে চলে আসলে হয়...কারণ ইহরাম বেধে জাস্ট ৫মিনিট পরেই তো মসজিদে গিয়ে নামাজ টা আদায় করতে পারি।
৫মিনিটের তো ব্যাবধানআর আমার বাসার আশেপাশে সবাইকে আমি এভাবেই যেতে দেখি। বাসায় গোসল সেরে ইহরাম বেধে আয়শা মসজিদে সালাত পড়ে হারামে চলে আসেএখন এটা কি ঠিক হবে? নাকি আয়শা মসজিদে গিয়েই ইহরাম বাধা টা নিয়ম?কষ্ট করে উমরাহ করতেছি, হচ্ছে কি হচ্ছে না সব মিলিয়ে একটা টেনশন লাগে সারাক্ষণ