বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ধর্ষণ করা অপরাধ।চুড়ান্ত পর্যায়ের বেহায়াপনা।মানবতার নিকৃষ্টতম শত্রু হল ধর্ষক শ্রেণীর লোকজন।ধর্ষণ করা অপরাধ।অপরাধী ধর্ষক।ধর্ষিতা মেয়ে নির্যাতিত নিপীড়িত। নির্যাতিত মানুষের সাহয্য করা রাসূলুল্লাহ সাঃ এর বৈশিষ্ট্যাবলীর অন্যতম বৈশিষ্ট্য।
আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে,আমরা অপরাধীকে ঘৃণা না করে অপরাধ যার সাথে সংগঠিত হয়েছে,তাকে উল্টো ঘৃণা করে থাকি।ধর্ষকের কাছে মেয়ে বিয়ে দিতে মানুষ রাজি,কিন্তু ধর্ষিতাকে বিয়ে করতে রাজী নয়।
যেহেতু ধর্ষিতা সমাজে অবমূল্যায়নের স্বীকার। তাই ধর্ষিতাকে যদি কেউ বিয়ে করে,তবে সেটা অনেক অনেক উত্তম কাজ বলে বিবেচিত হবে।আল্লাহকে রাজী এবং খুশী করার নিয়ত থাকলে সওয়াবও হবে।