বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1379 নং ফাতাওয়ায় বলেছি যে,
তালাকের ওয়াসওয়াসা আসলে মাথা নাড়ালে তালাক পতিত হবে না।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৯১,সহীহ মুসলিম-১২৭)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
##১ম দিনঃ স্বামি একটী শর্তমূলক কেনায়া বাক্য বলে,,,, আর স্ত্রী নিয়ত জিজ্ঞেস করলে বলে তার অন্য ধরনের নিয়ত ছিল না
উত্তরঃ তালাক হবে না।
##২য় দিনঃ পরবর্তীতে স্ত্রী আরেকদিন জিজ্ঞেস করে ওইদিন মানে ১ম দিন বা জীবনে অন্য কোনদিন কি কেনায়া বাক্য বলার সময় সত্যি সত্যি ছেড়ে যাওয়ার কথা ভেবে বা তালা** কথা চিন্তা করে বলেছিলে????
মানে স্ত্রি এইখানে ১ম দিন সহ সারাজীবনের কথা বুঝিয়েছে,,,,,,পরে স্বামী রাগ করে আর বলে ""হ্যা্ বলেছি"""।
উত্তরঃ তালাক হবে না।
১।এখন তার এই উত্তরের কারনে ১ম দিনের বলা শর্তের মিথ্যা স্বীকারোক্তি হবে?? স্ত্রী যদি বলে থাকে """ওইদিন বা জীবনে অন্য কোনদিন"" "এইভাবে ওইদিন কথাটার সাথে জিবনে কোনদিন কথাটা যুক্ত থাকার ফলে কি জীবনে অন্য কোনদিনের মিথ্যা স্বীকারোক্তি হবে?? এরকম হলে তো সাথে সাথেই তা++ পতিত হবার কথা।
উত্তরঃ তালাক হবে না।
২। """ওইদিন বা জিবনে কোনদিন ""এই দুইটা কথাই যদি প্রশ্ন করার সময় উল্লেখ করা হয়ে থাকে তাহলে কি মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথে তা*** পরবে?? সাথে সাথে তা++ পরার পর কি আবার ১ম দিনের শর্ত ও আরোপ হবে??
উত্তরঃ তালাক হবে না।