বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
লিল্লাহ বলতে কি? সেটা প্রথমে ঠিক করতে হবে।লিল্লাহ অর্থ আল্লাহর জন্য দানকৃত জিনিষ।আল্লাহর জন্য দানকৃত জিনিষ অনেক প্রকারের হতে পারে।যাকাত হতে পারে,নফল সদকাহ হতে পারে।যাকাত সবাই খেতে পারবে না।
যে ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক হবে।চায় সে ক্রমবর্ধমান নেসাব পরিমাণের মালিক হোক বা অক্রমবর্ধমান মালের মালিক হোক।সর্বাবস্থায় ঐ ব্যক্তি যাকাত গ্রহণ করতে পারবেন না।উনার জন্য যাকাত গ্রহণ করা তখন জায়েয হবে না।বিস্তারিত জানুন-
1461যাকাত এবং ফিতরা মান্নতের একই বিধান।তথা গরীব ব্যতীত অন্য কেউ খেতে পারবে না।
যাকাত ব্যতীত অন্যান্য নফল দান সদকাহ যে কেউ গ্রহণ করতে পারে।তবে ইচ্ছাকৃত কেউ চেয়ে নিতে পারবে না।
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত,
عن أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا، فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ» "
নবীজী সাঃবলেনঃ যে ব্যক্তি সম্পদবৃদ্ধির আশায় মানুষের কাছে সুওয়াল করবে,সে যেন আল্লাহ সুবহানু ওয়া তা'আলার কাছে আগুনের আঙ্গারা সুওয়াল করল।এখন সে যেন কমিয়ে করে অথবা বাড়িয়ে করে(তার ইচ্ছাস্বাধীন )।
(সহীহ মুসলিম১৮৩৮)বিস্তারিত জানতে ভিজিট করুন-
3719
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সামর্থ্য থাকাবস্থায় তথা নেসাব পরিমাণ মালের মালিকের জন্য যাকাত ফিতরা গরীবের জন্য মান্নতের মাল খাওয়া জায়েয হবে না।খেলে সেটা হারাম হবে।আর হারাম খেলে দু'আ কবুল হয় না।