শায়েখ,আসসালামু আলাইকুম
আমি গত দুই দিন আগে একটি স্বপ্ন দেখি,এবং এই স্বপ্নটা দেখার পর কেমন যেন মনটা ছটপট করছে
১) আমি ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাই এবং স্বপ্নটা দেখি।আমি আমার বাসায় বসে আছি,হঠাৎ আমার হাসবেন্ড আসে কোলে একটি বাচ্চা নিয়ে।বাচ্চাটা একটি হাসপাতাল থেকেই নিয়ে আসেন উনি।হাসপাতালটিতে একজন নার্সকে আগে থেকেই বলা ছিল,যেন আমাদের একটি বাচ্চা দত্তক দেয়া হয়।হাসপাতালের নার্স একসময় কল দেয় এবং আমার স্বামী বাচ্চাটিকে নিয়ে আসেন। আমি সোফায় বসে অপেক্ষায় ছিলাম,কখন আমার স্বামী আসবে।একসময় উনি আসে একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে।বাচ্চাটির দাম আর সই একরি কাগজে লিখা ছিল।এবং উনি সেটা আমাকে দেখতে বলে।বাচ্চাটি ছিল ঠোঁট কাটা,চোখ ট্যারা।যখনই আমি বাচ্চাটিকে যখন প্রথমবার কোলে নিই আদর করার জন্য,তখন আমার ভয় লাগে বাচ্চাটিকে দেখে,এখন আমি আমার স্বামীকে বলতেছি,বাচ্চাটা দিয়ে আসেন হাসপাতালে।আর আপনি আরেকটি বাচ্চা নিয়ে আসেন।তখন উনি বাচ্চাটা নিয়ে যান,তখন বাচ্চাটার জন্য আমার খুব মায়া হয়।আমি এই জন্য বাচ্চাটা দিয়ে দিচ্ছিলাম করণ,বাচ্চাটা ছিল মেয়ে ওকে বিয়ে দেওয়ার সময় ঝামেলা হতে পারে,আর এত চিকিৎসা ব্যয় বাচ্চাটার অসুস্থতার জন্য হয়তো আমরা তা পারব না।পরে উনি আরেকটা বাচ্চা নিয়ে আসেন, বাচ্চাটি ছিল ছেলে এবং সে ছিল খুবই স্বাস্থ্যবান।আর বাচ্চাটা একটু বড়োসড়ো ছিল।বুদ্ধি হয়েছিল বাচ্চাটার।আর আমীা খুব সুখে দিন কাটাচ্ছিলাম,তখন আবার আমার গ্রামের বাড়ি দেখছিলাম স্বপ্নে ছেলেটির বেলায়( বাচ্চা ছেলেটি যখন বড় হচ্ছে)।একদিন দেখি আমার স্বামী আমার বড় জা এর সাথে কানে কানে ফিস ফিস করে কথা বলতেছে,আমি তা দেখে রেগে যায়,উনাদের ( আমার বড় আর মেজ জা) সামনে থেকে উনাকে রাগি গলায় আমি রুমে ডাকি,বকাঝকা করি।
২) স্বাভাবিক বাস্তব জীবনে আমাদের স্বামী - স্ত্রীর মধ্যে খুবই মিল আলহামদুলিল্লাহ। তবে শায়েখ মাঝে- মাঝে আমি আর উনার মধ্যে খুব ঝগড়া ( প্রচন্ড খারাপ ঝগড়া )হয়।একপর্যায়ে আমি উনাকে অনেক খারাপ কথা বলি, আমার বড় জা এর সাথে সম্পর্ক আছে বলে।আর আমার বড় জা আমাকে বিভিন্ন ইঙ্গিত ইশারায় বুঝায় যে,আমার স্বামী আমার বিয়ের আগে উনাকে খুব মানত,দেখতে পারত।আমার স্বামী কিছু আচরনেও আমার ওনার প্রতি সন্দেহ জন্মেছে গুরুতর।আমি এ বিষয়ে আমার স্বামীকে অনেক খারাপ খারাপ কথা বলি।আসলে আমার স্বামী মোটেও এমন না,আমার জা আমাকে খুবই হিংসা করে।আমার জা আমাকে প্রায়সময় এরকম উনার নামে অপবাদ দেয়,আর উনার কথাগুলো শুনার পর আমি আমার স্বামীর সাথে খুব ঝগড়া করি।কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী খুব দ্বীনদার,উনি আমাকে বুঝায় আমার আশেপাশে যে মানুষ গুলো আছে ওনারা ইনসান শয়তান। উনি খুব সহ্য করে আমার কথাগুলো।আমাদের সংসার উনারা ভাঙতে চাই।উনি বলে সবসময় আল্লাহর জিকির কর,আল্লাহ তায়ালার কাছে পানাহ চাও।এ সন্দেহ বিষয় থেকে কিভাবে মুক্তি পাব?স্বাভাবিক জিবনে কিভাবে ফিরে আসব? আমি প্রায় সময় এ বিষয়ে খুবই দুশ্চিন্তায় থাকি।আমি স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছি না,খুব কষ্ট হচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়তেছি।
আমি হয়তো সব বিষয় গুছিয়ে বলতে পারছি না,আফওয়ান শাইখ।তবে আমাকে একটু পরামর্শ দেন,আমি কি করব??