আসসালামু আলাইকুম হুজুর।
১।ইদানীং স্বামী স্ত্রীর মধ্যে আগের মত বেশি কথা হচ্চিল না। স্ত্রী ঢাকায় থাকে পড়াশোনার জন্য। তো একদিন
স্ত্রী যদি বলে ভাগ্য তে কি আছে জানিনা। আর স্বামী বলে ওহ তাহলে ভাগ্যর উপর ছেড়ে দিয়ে আমরা নিজেদের মতো চলি,, ভাগ্যে থাকলে তো একসাথে থাকা হবেই। আর না থাকলে শত চেষ্টা করলেও হবে না। এইভাবে কথা বললে কি *** হয়ে যায়? বা এইটা কি কেনায়া বাক্য?
স্ত্রী যতটুকু জানে স্বামী এটা বলেছে ওদের মধ্যে কম কথা হয় বলে,,, তাই বলেছে নিজেদের মত জীবন চালাইতে থাকি আমরা৷ এইটা সে স্ত্রীকে +++ দেওয়ার জন্য বলেনি৷ স্ত্রী যদি স্বামীকে নিয়ত জিজ্ঞেস করে এখন, সে খুবই রাগ করবে। তাই এখন সে ওয়াসওয়াসায় ভোগছে কোন সমস্যা হবে কিনা।
২।ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে আমরা দুইজন নিজেদের মত জীবন চালাইতে থাকি। ভাগ্যে থাকলে তো একসাথে থাকা হবেই৷ আর নাহলে শত চেষ্টা করলেও হবে৷ না৷ এইভাবে তা+++ নিয়তে কেউ কথা বললে কি পতিত হয়ে যায়??
৩। হুজুর কোন ভিডিওতে যদি বলা হয় আপনি কি তা+++ দিয়েছেন?? অইসময় মহিলা যদি মাথা নাড়ায় কিছু না বলে তাহলে কি পতিত হয়ে যায়?
৪। কোন স্ত্রীর মনে যদি স্বামীর কোন কাজ নিয়ে শর্ত চলে আসে। তারপর সে ওয়াসওয়াসায় পরে যায় সেটা মনে বলেছিল নাকি মুখে।
ওয়াসওয়াসা থেকে বাচতে যদি স্বামীকে সে ওই কাজ করতে নিষেধ করে। কিন্তু তার কাছে শতের কথা বলে না৷ তাহলেও কি ওই কাজের উপর শর্ত আরোপ হয়ে যাবে?
৫। আপনার কাছে প্রশ্ন করার সময় তো মহিলার মনে ওই কাজের শর্তের কথা মনে ছিল। এতে কি কোন সমস্যা হবে বা মহিলার স্বামী ওই কাজ করে ফেললে কোন সমস্যা হবে?