ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এরকম কোনো বিবরণ সম্পর্কে আমরা জানিনা।
(২)
।আল্লাহ তা'আলা ব্যতীত সবকিছুই ধংস হয়ে যাবে।
আল্লাহ তা'আলা বলেন,
ﻛُﻞُّ ﻣَﻦْ ﻋَﻠَﻴْﻬَﺎ ﻓَﺎﻥٍ
ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
ﻭَﻳَﺒْﻘَﻰ ﻭَﺟْﻪُ ﺭَﺑِّﻚَ ﺫُﻭ ﺍﻟْﺠَﻠَﺎﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ
একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
সূরা আর-রাহমান-২৬-২৭
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পর্কিত পাঁচটি জিনিষ ব্যতিত সবকিছুই ধংস হবে। অর্থাৎ
জান্নাত,জাহান্নাম,আরশ, কুরসি আল্লাহর সত্বা এই পাঁচটি জিনিষ ব্যতিত সবকিছুই ধংস হবে।