ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আলাদাভাবে নিয়ত বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন?
আমরা যতটুকু জানি যে, মনে মনে নিয়ত করা হবে,যে এখন কোনো নামায পড়া হচ্ছে,কার পিছনে পড়া হচ্ছে। নিয়ত অন্তরের বিষয়।মুখ দ্বারা নিয়তকে প্রকাশ করা কোনো জরুরী বিষয়।
(২)
জ্বী, এভাবে দু'আ করতে পারবেন।
(৩)
https://www.ifatwa.info/1330 নং ফাতাওয়ায় বলেছি যে,
তিন সময়ে ফরয-নফল তথা সকল প্রকার নামায পড়া মাকরুহে তাহরিমী।যথা-(১)সূর্যোদয়ের সময়(২)সূর্যাস্তের সময় (৩)সূর্য ঠিক মধ্যখানে অবস্থানের সময়।আর পাঁচ সময়ে শুধুমাত্র নফল নামায পড়া মাকরুহ।উপরোক্ত তিন সময়।(৪)সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত।অর্থাৎ ফজরের নামাযের আগে ও পরে (৫)আছরের নামাযের পরে।(শেষোক্ত দুই সময়ে ফরয নামায পড়া মাকরুহ নয়)সুতরাং এই পাঁচ সময়ে যেকোনো প্রকার নফল নামায,চায় তাহিয়্যাতুল ওজু হোক বা তাহিয়্যাতুল মসজিদ হোক, সবই মাকরুহ।প্রথম তিন প্রকারে মাকরুহে তাহরিমীর বিধান রয়েছে।আর শেষ দুই প্রকারে প্রকাশ্যে কোথাও পাইনি।তবে যতটুকু সম্ভব মনে হচ্ছে, মাকরুহে তানযিহি-ই হবে।(আল্লাহ-ই ভালো জানেন)
(৪)
ফরয বাদে কিছু সুন্নাহ,কিছু ওয়াজিব,কিছু মুস্তাহাব আর কিছু মুবাহ।
(৫)
নেককার বান্দার সোহবতে দীর্ঘ সময় লাগাতে হবে।বা তাবলীগে তিন চিল্লা দিতে হবে।