ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
মানুষ জন্মগতভাবে আযাদ। কেউ কারো গোলাম নয়।তাই কারো জন্য জায়েয হবে না যে, সে অন্য কাউকে নিজের বশে নিয়ে আসবে।
(২)
কাউকে বশ না করে, বরং পরস্পর মহব্বত সৃষ্টি অবশ্যই জায়েয।
গভীর রাত্রে তাহাজ্জুদের নামায পড়ে আগে-পরে৪১বার দুরুদ শরীফ সহ৭৮৬ বার "বিসমিল্লাহির রাহমানির রাহিম"পড়ে পানিতে ফু দিয়ে উক্ত পানি উদ্দিষ্ট ব্যক্তিকে ২১ দিন/বার খাওয়ালে উক্ত ব্যক্তির সাথে মহব্বত সৃষ্টি হবে।(প্রতিদিন-১বার সম্ভব না হলে অন্তত চেষ্টা করবেন,সর্বমোট ২১বার হতে হবে)এবং প্রতি তিনদিন পর পর আবার ৭৮৬ বার পড়ে উক্ত পানিতে ফু দিতে হবে।এবং সূরা-ক্বিয়ামাহ পাঠ করে উক্ত পানিতে একবার ফু দিবেন।
তাহাজ্জুদের কায়মনোবাক্যে আল্লাহর কাছে দুআ করতে হবে।ইনশা'আল্লাহ গভীর মহব্বত সৃষ্টি হবে।
(খ)
৯৪ নং সূরা "ইনশিরাহ" পড়ে আপনার স্বামীর বুকে মাথা রেখে আলতো আদর করে করে ফু দিবেন। চায় সজাগ অবস্থায় হোক বা ঘুমন্ত অবস্থায় হোক। এবং তার চুল ধরে আপনি ৯৭ নং সূরা (সূরা ক্বদর) পড়বেন।
আপনি যখন স্বামীর সাথে একান্ত সময় (পারিবারিক/বৈবাহিক) সময় অতিবাহিত করবেন, তখন আপনি আল-মুগনি শব্দকে মনে মনে ধারণা করবেন।
হ্যা আপনার বর্ণিত আ'মলও করতে পারেন।তবে কোনোটাই কুরআন সুন্নাহ বর্ণিত আ'মল নয়।এবং এগুলোর নিজস্ব কোনো কার্যক্ষমতা নাই।