ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আল্লাহ তা'আলা বলেন,
نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ
আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু।
وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ
এবং ইহাও যে, আমার শাস্তিই যন্ত্রনাদায়ক শাস্তি।(সূরা হিজর-৪৯-৫০)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আল্লাহর শাস্তি এত কঠুর কেন? তা আল্লাহই ভালো জানেন। শাস্তি কঠুর হওয়ার কারণ এজন্য যাতেকরে লোকজন এই গোনাহের কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে।
(২)
সরকারি ভাবে যে কারিগরি কোর্চ গুলো করা হয় ফ্রিতে। এবং করলে টাকা ও দেয়া হয় এগুলো করতে সমস্যা আছে।