বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2898 নং ফাতাওয়ায় বলেছি যে,
পাত্র-পাত্রীর পরস্পর দেখা সাক্ষাৎ ও অালাপ চারিতার কয়েকটি মূলনীতি-
(১)খালওয়াত হতে পারবে না।
(২)মুবাহ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।
(৩)ফিতনা থেকে নিরাপদ থাকতে হবে।যদি কামভাব জাগ্রত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়,অথবা কোনো একজন উপভোগ করতে শুরু করে নেয়,তাহলে তখন সেটা হারাম হয়ে যাবে।
(৪)মহিলা নরম ভাষায় কথা বলতে পারবে না।
(৫)মহিলা পূর্ণ হেজাব তথা কবজা পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা,এবং মুখ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখবে।
(৬)প্রয়োজন অতিরিক্ত কথাবর্থা বলা যাবে না।
যখন এই সব শর্ত পাওয়া যাবে, তখনই মূলত পাত্র-পাত্রী পরস্পর আলোচনা ও দেখা সাক্ষাৎ করতে পারবে।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি এভাবে কথা না বলে, সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন।অথবা তাকে বলুন,সে যেন আপনার পরিবারে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়। আপনি যে ওয়াটসাফ স্ট্যাটাসের কথা বলছেন, তা একদিন না একদিন আপনাদেরকে অনেক দূরে নিয়ে যাবে।
হ্যা, যদি আপনাদের বিয়ে অতি নিকটবর্তী হয়ে থাকে, তাহলে অাপনার বর্ণিত পদ্ধতিতে কথা বললে,তা আল্লাহর সাথে কৃত ওয়াদার খেলাফ হবে না।