আসসালামু আলাইকুম হুজুর।
১। কোন মহিলা যদি ওয়াসওয়াসার কারণে মনে মনে বলে যে তার স্বামী অমুক কাজ করলে মহিলা তা*** হয়ে যাবে। পরে সে সন্দেহে পরে কথাটা সে মনে মনে বলেছিল নাকি মুখে। প্রবল ধারণা হয় মনেই বলেছিল।
তাও মনকে শান্তি দেওয়ার জন্য সে তার স্বামীকে বলে অমুক কাজটা না করতে। কিন্তু স্বামীর কাছে প্রকাশ না করে কি কারণে। সে যে মনের মধ্যে তা*** কথাটা রেখে স্বামীকে বললো অমুক কাজটা না করতে, এতে কি শর্ত পরে যাবে??
২। স্বামী অই কাজটা একদিন করে ফেলে। এতে কি তা** হয়ে যাবে?? মহিলা তো মুখে বলেনি সেই কথাটা,, তাহলে কি সমস্যা হবে?
৩।স্বামী যদি তারপর বলে ওই কাজ করলে কি হবে? স্ত্রী যদি বলে কিছু একটা হবে। আর এই কিছু একটা দিয়ে যদি স্ত্রীর মনে ***** কথা থাকতো তাহলে কি শর্ত পরে যেত?? স্ত্রী তো সরাসরি বলেনি তা-*+ হবে,,, তাহলে হুকুম কি?
৪।আর কেউ যদি বলে """" নিজের উপর,,, তারপর যদি বলে"" তা লা"" এইটুকু বলার জন্য কি তা** পতিত হয়ে যায়? নাকি সম্পূর্ণ টা বলতে হবে??