আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১/ দোয়া ইউনূস দের লক্ষ্য বার খতম করা এটা জায়েজ কিনা? আর কেও যদি মানত করে ফেলে সে খতম দিবে সেই ক্ষেত্রে এখন কি করণীয় হবে?
২/ হাই কমোড বাথরুমে যদি সিটের ঢাকনা টা লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি সেই বাথরুমে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে ?
৩/ হেয়ারপেক, ফেসপ্যাক গুলো তে মাঝে মাঝে ডিম, দুধ, অ্যালোভেরা, হলুদ ,মেথি এরকম কিছু উপাদান ব্যবহার করতে হয়। এগুলো ব্যাবহার করলে কি রিযিক নষ্ট করা হবে? ব্যাবহার করা জায়েজ হবে কিনা
৪/ হাতে দোকানের মেহেদি দিলে পাতলা একটা আবরণ পরে, এইরকম মেহেদী দিলে ওযু হবে?