ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কুলি করার পর মুখে অবশ্যই বাইরের কিছু পানি থেকে যায়। সেটা পেটে গেলে রোযা ভঙ্গ হবে না।
(أَوْ خَرَجَ الدَّمُ مِنْ بَيْنِ أَسْنَانِهِ وَدَخَلَ حَلْقَهُ) يَعْنِي وَلَمْ يَصِلْ إلَى جَوْفِهِ أَمَّا إذَا وَصَلَ فَإِنْ غَلَبَ الدَّمُ أَوْ تَسَاوَيَا فَسَدَ وَإِلَّا لَا، إلَّا إذَا وَجَدَ طَعْمَهُ (الدر المختار مع رد المحتار، كتاب الصوم، باب ما يفسد الصوم ومالا يفسد-3/367-368)
وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ [٢:١٨٥]
আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। [সূরা বাকারা-১৮৫]
(২)
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত নামায রোযার স্থায়ী ক্যালেন্ডার ক্রয় করে নিবেন।অথবা অনলাইন থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিবেন।সেখানেই দেখতে পারবেন।
(৩)
বারবার কারো নারীর দিকে তাকালে রোযা ভঙ্গ হবে না।তবে বারবার তাকানো অবশ্যই গোনাহ।