বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
উনাকে জিজ্ঞেস করে দেখুন, উনি যদি অন্যায়ভাবে এসব করেন ও ঘুষ নেন, তাহলে এ মাল ও উপার্জন হারাম।আর কাউকে সাহায্য করার পর সে খুশী হয়ে যদি বখশিশ দেয়, তাহলে তা নাজায়েয হবে না।
(২)
কাজ বৈধ হলে,আপনার বাবার জন্য কাজের বিনিময় গ্রহণ করা জায়েয।
(৩)
আপনার বাবার ইনকাম যদি হারাম হয়, তাহলে বাবার উক্ত সম্পদকে সদকাহ করে দিতে হবে।সদকাহ করা ব্যতিত বিকল্প কোনো রাস্তা বাকী থাকবে না।উক্ত হারাম টাকাকে অবশ্যই উক্ত টাকাকে সদকাহ করতে হবে।
(৪)
উনি যদি জন্মনিয়ন্ত্রণ করতে
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/29660
(৫)
আপনি সাবালক ছেলে হলে এগুলো ব্যবহার করতে পারবেননা। কেননা সাবালক ছেলের ভরণপোষণের দায়িত্ব তার বাবার উপর নয়। সুতরাং পিতার অবৈধ সম্পদের মালিক তার সন্তান হবে না।
(৬)
হারাম ভক্ষণ করলে গোনাহ তো হবেই, তবে চিরস্থায়ী জাহান্নামি হবে না।
(৭)
প্রথমে দেখতে হবে যে, আপনার মায়ের বেতন কি হালাল না হারাম??
প্রভিডেন্ট ফান্ড জায়েয।
(৮)
না, কুফরি হবে না।
(৯)
না, নিজের নামে শুধুমাত্র একটা একাউন্ট খুলা যায়।আপনি আপনার স্ত্রীকে সমঝিয়ে দিবেন।
(১০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1900