আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
287 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (37 points)
closed by
১/আমার বাবা জায়গা জমির কাগজ পত্র সম্পর্কে ভালো বুজে কারো কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা বা কাগজপত্র ত্রুটি থাকলে আমার বাবার কাছে আসে জমি সংক্রান্ত অফিসের লোকজনের সঙ্গে যোগাযোগ আছে সেই সুবাদে ঘুষ দিয়ে কাজ করিয়ে কিছু লাভাংশ আমার বাবা গ্রহন করে আমার ধারনা যে লাভাংশ গ্রহনের জন্য মিথ্যা বলে তবে সিওর না জিজ্ঞেস করি নাই এখন আমার প্রশ্ন হচ্ছে বাবার ইনকাম কি হারাম?

২/ভূমি অফিসে কাজের চাপ একটু বেশি সেই জন্য নায়েব একা সামাল দিতে পারে না সরকারি ভাবে না টাকার বিনিময়ে আমার বাবা ঐ অফিসে কাজ করে নায়েব জনগণ থেকে সরকারি ফি এর থেকে  বেশি টাকা নেয় তিনি সেই টাকা উনার থেকে উর্ধতন কর্মকর্তাকে ঘুষ দিয়ে কাজ করিয়ে কিছু নিজের কাছে রাখে সেই টাকা থেকে আমার বাবাকে বেতন দেয় কাজের বিনিময়ে তাহলে কি আমার বাবার ইনকাম হারাম হবে?

৩/আমি বেকার কিন্তু এই মাসের মধ্যে ব্যবসা করব আমার কাছে ব্যবসার মুলধন আছে আমার বাবার ইনকাম হারাম হয় তার থেকে কিছু গ্রহন করা যাবে কিনা।

৪/আমার মা পরিবার পরিকল্পনা মাঠকর্মি হিসেবে কাজ করে আমার মার ইনকাম কি হালাল হবে

৫/আমার বাবার ইনকাম হারাম হয় আগে যা আমাকে দিছে যেমন জামা কাপড় মোবাইল সিম ঐগুলা কি ব্যবহার করতে পারব।

৬/হারাম ভক্ষণ কারী কি চিরস্থায়ী জাহান্নামী।

৭/আমার মার বেতন থেকে সরকারি ভাবে একটা ফান্ডে১০০০ টাকা কেটে নেয় চাকরির শেষে কিছু ঐ টাকার উপর লাভ দিবে সেই লাভের টাকা সোয়াবের নিয়ত ছারা কোন গরিব আত্মীয় কে দান করে দিলে হবে কি

৮/ওসওয়াসার কারনে আমার মনে হঠাৎ হঠাৎ আল্লাহ পাক ও রসুল সঃ এবং শরিয়ত নিয়ে যিদ উঠে যায় সেই  সময় অন্তরে আসা যিদ নিয়েই জোরে দরজা বন্ধ করলে কোনো ডিব্বার মুখ জোরে  খুললে কি কুফরি কাজ হবে

৯/আমার স্ত্রীর অনুমতি নিয়ে তার নামে আমি ifatwa তে আরেক আইডি খুলে বলছি আমি প্রশ্ন করব এই কাজটা কি জায়েজ হইছে।

১০/বাবা মার হারাম হালাল মিশ্রিত সম্পদ ব্যবহারের হুকুম কি?
closed

1 Answer

0 votes
by (583,410 points)
selected by
 
Best answer

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
উনাকে জিজ্ঞেস করে দেখুন, উনি যদি অন্যায়ভাবে এসব করেন ও ঘুষ নেন, তাহলে এ মাল ও উপার্জন হারাম।আর কাউকে সাহায্য করার পর সে খুশী হয়ে যদি বখশিশ দেয়, তাহলে তা নাজায়েয হবে না।

(২)
কাজ বৈধ হলে,আপনার বাবার জন্য কাজের বিনিময় গ্রহণ করা জায়েয।

(৩)
আপনার বাবার ইনকাম যদি হারাম হয়, তাহলে বাবার উক্ত সম্পদকে সদকাহ করে দিতে হবে।সদকাহ করা ব্যতিত বিকল্প কোনো রাস্তা বাকী থাকবে না।উক্ত হারাম টাকাকে অবশ্যই উক্ত টাকাকে সদকাহ করতে হবে।

(৪)
উনি যদি জন্মনিয়ন্ত্রণ করতে
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/29660

(৫)
আপনি সাবালক ছেলে হলে এগুলো ব্যবহার করতে পারবেননা। কেননা সাবালক ছেলের ভরণপোষণের দায়িত্ব তার বাবার উপর নয়। সুতরাং পিতার অবৈধ সম্পদের মালিক তার সন্তান হবে না।

(৬)
হারাম ভক্ষণ করলে গোনাহ তো হবেই, তবে চিরস্থায়ী জাহান্নামি হবে না।

(৭)
প্রথমে দেখতে হবে যে, আপনার মায়ের বেতন কি হালাল না হারাম??

প্রভিডেন্ট ফান্ড জায়েয।

(৮)
না, কুফরি হবে না।

(৯)
না, নিজের নামে শুধুমাত্র একটা একাউন্ট খুলা যায়।আপনি আপনার স্ত্রীকে সমঝিয়ে দিবেন।

(১০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1900


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (583,410 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...