ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
অর্থ শিখার চেষ্টা করবেন। এবং অন্তরকে আল্লাহর সামনে হাযির নাজির রাখার চেষ্টা করবেন।নামাযে মনযোগ সৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ ও প্রার্থনা করবেন।এবং সাথে সাথে নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করার চেষ্টা করবেন।ইনশা'আল্লাহ, আল্লাহ আপনাকে মনযোগের সাথে নামায পড়ার তাওফিক দান করবেন।
(২)
তারাবিহ এর নামাযের পর ইশার সুন্নত নামায পড়া যাবে।
(৩)
তারাবিহ দুইবার তিনবার পড়ার কোনো নিয়ম নাই।তবে নিষেধও নয়।বরং সময় সুযোগ থাকলে নফলের নিয়তে দু'রাকাত দু'রাকাত করে অনেক নামাযই পড়া যাবে।
(৪)
জ্বী, এটা হাদীস দ্বারা প্রমাণিত।
(৫)
আল্লাহ চাহে তো পারবে।
(৬)
জ্বী, এটা তাদের জন্য সম্ভব।
(৭)
জ্বী, এটাও সম্ভব।কেননা আল্লাহ তা'আলা তাদেরকে এই অধিকার দিয়েছেন।
(৮)
সূরায়ে নাস এবং সুরায়ে ফালাক্ব কে জ্বীনরা বেশী ভয় করে।