আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্, উস্তাদজী
১/ আমার বাবা ও চাচা দুই ভাই , আমার ফুফুর সম্পত্তি কিনেছেন ২ বিঘা , আমার বাবা ১ ও চাচা ১ বিঘা , আমরা আমাদের টা ভোগ করি , চাচা আমার বাবার নামে ঐ জমি রেকর্ড করে দিয়েছে কিন্তু কোন দলিল দেইনি , আর দলিল না দিলে আমাদের জমি তার ছেলে মেয়েরা ভোগদখল করবে এটা আশংকা করা যায় । এ ক্ষেত্রে করণীয় কি ?
এটা তো ভবিষ্যতে আমার ভাইয়েরা মারামারি পর্যায়ে নিয়ে যাবে এমন আশঙ্কা করা যাচ্ছে , আমার ভাইয়েরা বাহিরে থাকে , দেশে আসলে চাচা দলিল দেওয়ার ভয়ে বা কোন মীমাংসার ভয়ে অন্য কোথাও চলে যায় , এ সব কাজের জন্য সুন্দর মীমাংসা করা যায় কিভাবে ?
হুজুর দের দিয়ে বোঝানো সম্ভব নয় এমন অবস্থা ।
২/ রোজা অবস্থায় হায়েজ আসলে সে রোজা পরবরর্তীতে কাযা আদায় করতে হবে , আর কারো যদি আশংকা থাকে যে সকাল থেকে দুপুর পর্যন্ত আর হায়েজ আসবে না সে ক্ষেত্রে সে ঐদিনের রোজা রাখবে আর দুপুরে পবিত্র হয়ে যোহরের নামাজ আদায় করবে সে ক্ষেত্রে কি ঐদিনের রোজা কাযা আদায় করতে হবে পরবরর্তীতে ?
৩/ স্ৎ মায়ের প্রতি সৎ সন্তানদের দায়িত্ব কর্তব্য কি ? সৎ মা সৎ সন্তানদের ছোট থেকে লালন পালন করছেন ।
৪/ হায়েজ চলাকালীন অবস্থায় কিভাবে রমজানের দিনগুলো কাটালে অধিক পরিমাণে সওয়াব পাওয়া যাবে ?
৫/ কালিমা খতম কাকে বলে ? এর ফযীলত কি , কতোটুকু কিভাবে পড়তে হয় , কতবার পড়তে হয় না? পূর্ণ পড়তে হয় নাকি অর্ধেক পড়ে কিছুদুর গিয়ে বাকীটা পড়তে হয় ?