আসসালমুআলাইকুম
ফরজ নামাজে সেজদায়,রুকুতে, রুকু থেকে উঠার পর আরবীতে দুআ করা যাবে?(যা কুরআন হাদীসে আছে) নাকি শুধু নফল নামাজেই আরবীতে দুআ করা লাগবে????
2)আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি।।।।।।।।।।।।।।আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল ক্বাবরি, ওয়া মিন আজাবি জাহান্নাম, ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল্ মামাতি, ওয়া মিং সাররি ফিতনাতিল্ মাসিহিদ্-দাজ্জাল।।।।।।।।।।।।আল্লাহুম্মা ইন্নি কা আফুয়ান tuhibbun afwafafu আন্নি।।।।।।।।।।।।
এইসব দুআ কি ফরজ,নফল,সুন্নত,ওয়াজিব নামাজের সেজদায় রুকুতে ,রুকু থেকে উঠার পর করা যাবে?( একটু পরিষ্কার করে বইলেন যে hae ai 4 নামাজেই যাবে অথবা এটাতে,এটাতে যাবে না।আমার খুব ওয়াসওয়াসা হয়)
3)"আল্লাহ,আল্লাহ*"বলে কি জিকির করা যাবে?
4)বেশি বেশি ইসতিগফার পড়তে বলা হয়।এখন এই ইসতিগফার কতটুকু? শুধু আস্তাগফিরুল্লাহ নাকি পুরোটাই? শুধু কি এই একটাই ইসতিগফার রয়েছে??
5) কুরআন হাতে নিয়ে শুয়ে বা খাটে হেলান দিয়ে পড়া যাবে? রোজা রেখে বিকালে অনেক ক্লান্ত লাগে,তাই আর কি,,?
6)সুন্নত নামাজে বাংলায় দুআ করা যাবে?
7) নফল নামাজে বাংলায় দুআ করা যাবে?
8) ওয়াজিব নামাজে বাংলায় দুআ করা যাবে?
9) আমি নিয়ত করেছি প্রতিদিন 10 রাকাত নফল নামাজ পড়ব। এখন আমি যদি ফজর এর দুই রাকাত সুন্নত এর সাথেই 2 রাকাত নফল এর নিয়ত করি তাহলে কি আমি দুই নামাজের সওয়াব হবে? আমার নিয়ত যে 10 রাকাত নফল ওই নফল এর 2 রাকাত কি এই ভাবে শেষ হবে?
10) একই ভাবে আমি যূহর এর 4 রাকাত সুন্নত এর সাথে কি নফল এর নিয়ত করতে পারবো? তখন কয় রাকাত নফল কাউন্ট হবে? দুই রাকাত নাকি 4 রাকাত?
আমি যে 10 রাকাত নফল পড়ব বলে মনে মনে ঠিক করেছি এভাবে অন্য নামাজের সাথে( ফরজ এবং ওয়াজিবনা) মিলিয়ে পড়লে আমার নামাজ আদায় হবে? আমার মনের ইচ্ছে পূরণ হবে? ((((((((মনের ইচ্ছে 10 রাকাত পড়ব))))))))
11) আল্লাহর গুণবাচক নাম দিয়ে কি জিকির হয়?