আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা। এই প্রশ্নটা আমার নয় তবু জানার জন্য করতেছি।
১।ধরেন স্বামী স্ত্রীর মেসেজে কথা হয়।আপনি বলেছিলেন মেসেজে স্ত্রী তালাক চাওয়ার পর পর স্বামী কেনায়া বাক্য বললে তালাক হয় পর পর না বললে হয় না।কিন্তুু আমার জানার বিষয় হল,স্ত্রী যদি তালাক চায় স্বামী যদি বলে দিব।তখন তহ তালাক হয় না।এরপর যদি আরো কথা হওয়ার পর কথার ছলে নিয়ত ছাড়া কেনায়া শব্দ বা বাক্য বলে তাহলে কি তালাক হয় মেসেজে পর পর না বললে? আরেকটা প্রশ্ন হচ্ছে দিব বলার পর তহ হয় না এরপর কেনায়া বাক্য নিয়ত ছাড়া বললে কি তালাক হয়? সেটাও তহ পর পর হয় না।আসলে জানার জন্য প্রশ্ন করেছি।
২।আরেকটা প্রশ্ন যাদেরকে তাদের স্বামীরা তালাকের অধিকার দেয়।তারা নিজেদের তালাক না দিয়ে শুধু ৩ বার তালাক বললে স্বামীকে মানে স্বামীর দিকে ইন্গিত করে তখন কি তালাক হয়? আরেকটা প্রশ্ন ওরা জানার পর ও শুধু মুখ দিয়ে উচ্চারন করলেও কি হয়ে যায় মানে নিজেকে না দিয়ে শুধু উচ্চারন করলে? আসলে আমি এমনিতে জানার জন্য প্রশ্ন করেছি।
আমি এসব প্রশ্ন জানার জন্য করেছি।এতে কি কোন সমস্যা হবে আমার বৈবাহিক জীবনে?