ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/36609/?show=36609#q36609
নং ফাতাওয়াতে আমরা বলেছি যে,
হাদীস শরীফে এসেছেঃ
হযরত আনাস রাযি,থেকে বর্ণিত
مَنْ صَلَّى الْغَدَاةَ فِي
جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ، ثُمَّ
صَلَّى رَكْعَتَيْنِ ، كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ ، وَعُمْرَةٍ ، تَامَّةٍ ،
تَامَّةٍ ، تَامَّةٍ
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি
জামাতের সাথে ফজরের নামায পড়বে,অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর
যিকিরে লিপ্ত থাকবে,তারপর দু'রাকাত নামায
পড়বে,তাহলে সে একটি হজ্ব ও একটি উমরার সওয়াব পাবে।এরপর তিনি তাকিদ
করে বলেন,হ্যা পূর্ণ হজ্ব ও উমরার সওয়াব সে পাবে। (সুনানু তিরমিযি-৫৮৬)
أَنَّ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى الْفَجْرَ جَلَسَ فِي مُصَلَّاهُ
حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسَنًا
রাসূলুল্লাহ সাঃ ফযরের নামাযের পর পরিপূর্ণ সূর্যোদয়ের
পর্যন্ত মুসল্লায় বসে থাকতেন। (সহীহ মুসলিম-৬৭০)
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে ফজরের নামাজ
একটু দেরীতে পড়াতে আপনার কোনো গোনাহ হবে না। তবে এতো দেরী করা যাবে না যে, নামাজ শেষ করতে করতে সূর্য উঠে যায়।