আসসালামু আলাইকুম। আমার হায়েজ থেকে পবিত্র হওয়ার কোন অভ্যাসের দিন নাই(বাচ্চা হওয়ার পর থেকে)।মানে কখনো ৭ দিন,কখনো ৮ দিনে পবিত্রতা চিহ্ন দেখতে পাই।আবার কখনো ১০ দিন পার হয়ে যায় পবিত্রতা চিহ্ন আসে না।যখন ৭/৮ দিনে পবিত্রতা চিহ্ন আসে, তখন আবার ১১/১২/১৩ তম দিনের দিকে আবার লালচে,মেটে বা হলুদ একেকমাসে এক এক রঙ দেখা দেয়।এরকম ২/১ দিন চলে।তারপর পরবর্তী হায়েজ পর্যন্ত আর কোন সমস্যা থাকে না।এভাবে সমস্যা চলছে ২ বছর যাবত।যখন ৭/৮ দিনে পবিত্রতা চিহ্ন আসে, তখন আমি গোসল করে নামাজ পড়ি, আর ১০ দিনেও না আসলে মুস্তাহাজা নারীর মতো আমল করি।এক্ষেত্রে আমি কিভাবে অভ্যাসের দিন হিসাব করবো?
আর একটা প্রশ্ন, ৭ দিনে পবিত্র হওয়ার পর ৮ম দিনে যদি স্বামী সহবাস করে এবং তারপর কয়েক ঘন্টা পর রক্ত দেখা দেয়।এমতাবস্থায় কি এটা হায়েজ অবস্থায় সহবাস বলে গন্য হবে?হলে এটা কেমন গুনাহ আর এখন আমার করনীয় কি প্লিজ জানাবেন