আসসালামু আলাইকুম, আমার আব্বু মারা গেছেন। আমাদের পরিবারে উপার্জনক্ষম লোক নাই৷ আব্বুর বেতন আর পেনশন এর কিছু টাকা পাবে। সেই টাকা বাসায় একসাথে তো রাখা সম্ভব না। এখন সেটা তো ব্যাংক এর মাধ্যমেই আনা লাগবে। যদি সসঞ্চয়পত্র কিনে রাখা হয় তবে কি সেটা হারাম হবে?
এই মূহুর্তে চাচা রা আব্বুর জমি ও দিবে না, পরিবারে কোনো ছেলে ও নাই।
আমরা তিন বোন, আমি বড়, অনার্স থার্ড ইয়ারে পড়ি৷ আমার এক বোন প্রাইভেট ডেন্টালে ভর্তি হয়েছে। আরেক বোনের এসএসসি। বাসায় বাজার করার মতও অর্থ আমাদের নাই৷
মামা রা আপাতত সাহায্য করবেন যতদিন না আব্বুর পেনশন এর টাকা টা না আসে। টাকা টা আসলে সেটা দিয়ে সঞ্চয়পত্র কিনা যাবে কি না?
জমিতে ফসল ফলিয়ে খাবো সেই রকম অবস্থা ও নাই আমাদের,বা ব্যবসাতে খাটাবো সেইরকম মানুষ ও নাই।
এই মুহুর্তে সঞ্চয়পত্র টা কি আমাদের জন্যে হালাল হবে??