আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
204 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
Ami akta meyeke tar bier jonno mehedi lagie diechi.akhon bier din bairer non mahram keu o hoyto mayetake dekheche.abar mehedi laganor jonno amake shommani o dieche.akhon take mehedi laganor karone amar ki gunah hobe?takata ki amar jonno bebohar kora najayej hobe?r ami already kisu poriman bebohar kore felsi.amar ei khettre ki koronio hobe?baki takata ki korbo?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


শরীয়তের বিধান হলো গুনাহের কাজ যেমন নিজে করা জায়েজ নেই,অন্যকেও গুনাহের কাজে সহযোগিতা করা জায়েজ নেই।
গুনাহের কাজে জেনে শুনে  সহযোগিতা করে টাকা গ্রহনও জায়েজ হবেনা।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ    

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

হাদীস শরীফে এসেছেঃ 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,  
বিয়েতে প্রচলিত গায়ে হলুদের অনুষ্ঠান হিন্দুয়ানী সংস্কৃতি, বিধায় তাহা জায়েজ নেই।  

বিস্তারিত জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন
আপনি যে গায়ে হলুদ দিয়ে দিয়েছেন, এটি কখন??
কাদের সামনে??
যেখানে গায়ে হলুদ দিয়ে দিয়েছিলেন, 
সেটি কি প্রচলিত বিবাহের গায়ে হলুদের ন্যায় অনুষ্ঠান ছিলো?
যেই অনুষ্ঠানে তাকে গায়ে হলুদ দিয়ে দিয়েছিলেন?  

যদি এমনটি হয়,তাহলে আপনার সেই গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ নাজায়েজ হনে,আর উক্ত টাকা গ্রহন জায়েজ হয়নি।
এটি ফিরিয়ে দিতে হবে।
ফিরিয়ে দেয়া সম্ভব না হলে গরিব মিসকিনকে ছওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে।     

★আর যদি আপনি এমনিতেই বিবাহের আগে তাকে গায়রে মাহরাম থেকে পর্দার আড়ালে রেখে গায়ে হলুদ দিয়ে দিয়ে থাকেন। 
আর পরবর্তীতে গায়রে মাহরাম তাকে দেখে।     
তাহলে এতে আপনি তো গায়ে হলুদের সেই হারাম অনুষ্ঠানে তাকে হলুদ দিয়ে দেননি,তাই এতে আপনার উক্ত টাকা গ্রহন হালাল হবে।
ফিরিয়ে দিতে হবেনা।

★তবে যদি আপনি  আগে থেকে জেনে থাকেন যে সে গায়রে মাহরামদের সামনে প্রদর্শন করাবে,তাহলে আগে থেকে জানার পরেও তাকে হলুদ দেয়াটা আপনার জন্য নাজায়েজ হবে।
যেহেতু কাজ নাজায়েজ, তাই এই ছুরতে  টাকা গ্রহনও নাজায়েজ হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 332 views
0 votes
1 answer 157 views
0 votes
1 answer 191 views
...