আসসালামুআলাইকুম হুজুর,,,
কুলুপ করার সময় যখন টিস্যু ভাঁজ করি তখন ভেজা স্থানে হাত লেগে যায়। খুবই কম ভেজা ছিল। হাত ভেজা সম্ভাবনা খুব কম। পরে ওই হাত কাপড় লাগে। এখন সন্দেহ হচ্ছে নাপাকি কাপড় লেগেছে কিনা। নামাজের সময় ছিল। তাই ওই কাপড়েই নামাজ পড়ি। যেহেতু লাগলেও ১ দিরহামের থেকে অনেক কম। এখন অজু করার সময় যেকোনো জা়গায় পানি লাগতে পারে। এর জন্য কি কাপড় নাপাক ধরতে হবে?? আমি শোয়ার সময়ও এই কাপড় পড়েছিলাম। এখন আমার করনীয় কি??