আসসালামু আলাইকুম।
কেও যদি লজ্জাস্থান আগে দেখে থাকে, কিন্তু তখন যদি তার উত্তেজনা না থাকে।কিন্তু হুরমত বিষয়ে জানার পর সে যদি খারাপ চিন্তা আসে মাথায়,, মানে মাহরাম স্বাভাবিক ভাবে যদি সামনে থাকে এবং অনবরত মাথায় উল্টো পালটা চিন্তা আসে তখন কি হুরমত হয়?[জানতে চাওয়া থেকে প্রশ্ন]ধরুন তার উত্তেজনা ছিল কিন্তু সে স্পর্শ করছে না এবং লজ্জাস্থান ও কাপড়বিহিন দেখছে না।(কিন্তু ওইযে আগে দেখেছিল সেই চিন্তা থেকে তখন।[মাহরাম ঘরের আশে পাশে থাকা অবস্থায়]
১)তখন কি হুরমত হবে?
2) হুরমত হওয়ার জন্য নতুন করে স্পর্শ ও লজ্জাস্থান কাপড়বিহিন দেখা জরুরি না?