আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায,আমার ২টা প্রশ্ন আছে দয়া করে উত্তর দিবেন ইন শা আল্লাহ।
১)বিয়ের নিয়্যতে পাত্রকে সুন্নতী তরিকায় দেখার নিয়ম কি?
২)পাত্রের বাসায় কি হাদিয়া নিয়ে যেতে হবে?পাত্র কে কি হাদিয়া বা টাকা দেওয়া এগুলো কি শয়ীয়ত সম্মত?আমাদের এলাকায় পাত্র পাত্রীকে দেখতে গেলে বা আসলে টাকা দেয়।এটা কি শরীয়ত সম্মত উস্তায?
জাযাকুমুল্লাহ খইরুন
আল্লাহ আপনাকে ও আপনার পরিবার কে নেক হায়াত দান করুন এবং আপনাকে আল্লাহ তা'আলা আপনার ইলমে বারাকহ দিবেন ইন শা আল্লাহ