আসসালামু আলাইকুম
আমার অফিসে আমি মাঝে মাঝে জুলুমের স্বীকার হই।
যেমন, আমি সারাদিন খুব পরিশ্রম করি আর আমার কলিগ মোবাইলে সময় পার করে। দিন শেষে সে তার কাজ আমার উপর দেওয়ার চেষ্টা করে, এমন কি মাঝে মাঝে দিয়েও দেয়। তখন আমার খুব কষ্ট লাগে আর বাধ্য হয়ে আমাকে রাত ১২ টা বা ১ টা পর্যন্ত তার কাজ করতে হয়।পরদিন যথাসময়ে আমাকে অফিসে হাজির হতে হয়। রেস্টের সময় ও দেয়না বা আমার কাজেও কোন হেল্প করে না।
আর তাই আমার মাঝে মাঝে খুব রাগ হয় আর যখন কেউ তাকে নিয়ে কিছু শুনতে চাই তখন আমি আমার অনিচ্ছা সত্বেও তার এসব আচরনের কথা অন্যকে বলে দিই।
আমি জানি এটা শয়তানের প্রচোরনা। পরে আমি অনুতপ্ত হই তওবাও করি।
এখন প্রশ্ন হলো, তাকে নিয়ে এসব বলা কি গীবত হয়। আর যদি গীবত হয় তাহলে আমি এ পাপ থেকে মাপ পাবো কিভাবে?