আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
208 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (48 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুলাহ সম্মানিত মুফতি সাহেব,

 

১.আমার আম্মু আব্বুর যাকাত এর বিষয়ে সচেতনার কমতির কারণে বিগত ২০/২৫ বছরের কোনো হিসাব করা হয়নি,আব্বুর উপর প্রায় অনেক রিন ও আছে প্রায় সারাজীবনই (এমন রিন যা যাকাতের হিসেবের সময় কাটতে হয়) । এবং আব্বুর টাকা পয়সার নির্দিষ্ট কোনো হিসেব নাই যে কবে সাহেবে  নিসাব হলো কিনা! আম্মুর গহনা + টাকা মিলে তো যাকাত সেই ২৫ বছর আআগ থেকেই হবার কথা…

আব্বু এখন যাকাত দিতে আগ্রহী আম্মুর + আব্বুর টা। কিন্তু এতো এলোমেলো হালাতে কিভাবে হিসাব করব? কী করণীয়?

 

২.আমার আহলিয়া বেশ ভালো দীন মেনে চলে আলহামদু লিল্লাহ,সমস্ত সুন্নাহর প্রতিও ভালোবাসা আছে ।কিন্তু তার চোখে আমায় বাবড়ি না রেখে সাভাবিক চুল রাখা দেখতে বেশি সুন্দর লাগে।কিন্তু আমার নিজের বাবড়ি রাখতেই বেশি ভালো লাগে । কখনো রাখা হয়,আবার ওর অনেকবার অনুরোধ করায় কেটে ফেলতে হয়’কিন্তু আমার খুবই খারাপ লাগে।  কী করণীয়?…

মা শা আল্লাহ সে সব দিকেই খুবই ভাল,শুধু বাবড়ি রাখতে দিতে কম চায়।

 

৩.আমার ছোট বোন খুবই বাজে লাইফ লীড করে,আব্বু আম্মুর খুবই অবাধ্য,এজন্য আম্মু প্রায় দিনই ওর নামে সব নালিশ আমার বা আমার আহলিয়ার কাছে বলে ফোনে, (এমন ক্ষেত্রে মায়েরা সাভাবিকভাবে যা বলে আরকি)

সারাদিন গীবত না হলেও আম্মুর সাথে কথা বলার সময় এই টপিকে গীবত হয়ে যায় বোনের নামে, এ ধরনের গীবত শোনা থেকে আমি এবং আমার আহলিয়া কীভাবে বাচতে পারি হযরত?

1 Answer

0 votes
by (606,750 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
একজন মানুষ দৈনিক যত টাকাই উপার্জন করুক না কেন বৎসর শেষে যদি যাকাতের নিসাব পরিমান সম্পদ তার নিকট না থাকে তাহলে তার উপর জাকাত ফরয হবে না।
عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ»
হযরত আয়েশা রা থেকে বর্ণিতঃনবী কারীম সাঃ বলেনঃ-সম্পত্তিতে কোনো যাকাত নেই যতক্ষণ না এক বৎসর পূর্ণ হবে।(সুনানে ইবনে মাজা-১৭৯২)

عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ اسْتَفَادَ مَالًا فَلَا زَكَاةَ عَلَيْهِ، حَتَّى يَحُولَ عَلَيْهِ الحَوْلُ عِنْدَ رَبِّهِ»
হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণিত নবী কারীম সাঃ বলেনঃ- বৎসরের মধ্যখানে অর্জিত সম্পদে জাকাত আসবেনা যতক্ষণ না মালিকের পূর্ণ সম্পত্তির একবৎসর পূর্ণ হবে।(জামে তিরমিযি-৬৩১)

জাকাতের নিসাবঃ-
সোনা হলে-সাড়ে সাত (৭.৫)ভড়ি
রোপা হলে-সাড়ে বায়ান্ন(৫২.৫)ভড়ি
এবং শুধু টাকা হলে রোপার নেসাবে বা হিসাবে যাকাত আসবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন- https://muftiemdadhaque.blogspot.com/2021/04/blog-post.html
আল্লাহ-ই ভালো জানেন। আরো জানুন--https://www.ifatwa.info/638

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
অতীতের কোন সালে তাদের নিকট কত টাকা ছিল, আপনার আব্বু আম্মু সেই টাকার আন্দাজ ও অনুমান করে, এই অনুমানের ভিত্তিতেই যাকাত দিবে।কমবেশ হলে আল্লাহ অবশ্যই ক্ষমাকারী।উনার নিকট ক্ষমা চাইতে হবে।

(২)
তাহলে আপনি বাবড়ি রাখবেন না। বরং মুন্দন করে চুল রাখবেন।এটাও সুন্নহের অন্তর্ভুক্ত।

(৩)
যেহেতু আপনার আব্বু আম্মু এবং আপনি আপনার পরিবারের ধারক বাহক।তাই আপনার সাথে বা আপনাকে জানানোর জন্য আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের আলোচনা গীবত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...