আসসালামু আলাইকুম হুজুর। নিচের বিষয়টির সমাধান দিবেন দয়া করে। হুজুর আমাকে দয়া করে উত্তরগুলো বুঝিয়ে দিবেন।।
১।কোন একদিন স্বামী একটি শর্তমুলক কেনায়া বাক্য বলে, আর স্ত্রী জিজ্ঞেস করে কোন নিয়ত ছিল কিনা,, স্বামী বলে নিয়ত নেই। স্বামী বলেছিল এইসব আর না জিজ্ঞেস করতে,,কারন সে কোনদিন ওইসব নিয়ত করে কিছু বলেনি।
পরবর্তীতে স্ত্রী একদিন জিজ্ঞেস করে যে ওইদিন বা জীবনে কোনদিন স্বামী কোন কেনায়া বাক্য বলার সময় তালাকের নিয়ত করে বা সত্যি সত্যি ছেড়ে যাওয়ার কথা ভেবে কিছু বলেছিল কিনা?? এইবার স্বামী খুবই বিরক্ত হয় আর উত্তর দেয়,, "হ্যাঁ বলেছি"",স্ত্রী বলে এইটা বললা তুমি? স্বামী বলে ""আবার যদি জিজ্ঞেস করো আবারও বলবো হ্যাঁ বলেছি আর এইবার বললে কিন্তু মন থেকে বলবো।" স্ত্রীর প্রশ্নে সে খুবই বিরক্ত ছিল কারন স্ত্রী ওয়াসওয়াসার রোগী.. স্বামী এইভাবে উত্তর দেওয়ার ফলে কি মিথ্যা স্বীকারোক্তি হবে?? বা আগেরদিনের শর্তমূলক কেনায়া বাক্যের শর্ত আরোপ হয়ে যাবে স্ত্রীর উপর এইভাবে উত্তর দেওয়ার ফলে?? স্বামী ওইদিন সকালেও বলেছিল সে তালাকের নিয়তে কোনদিন কিছু বলেনি।
স্বামী পরবর্তীতে ঠান্ডা মাথায় বলেছে সে বিরক্ত হয়ে উত্তর দিয়েছে স্ত্রী বার বার প্রশ্ন করায়। এতে কি মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে??
২। এই ঘটনার কিছুক্ষন পর স্ত্রী কান্না করে আর স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে আবার, স্ত্রী বলে তখন তুমি হ্যাঁ বললা? স্বামী রেগে যায় আর অনেক জোড়ে বলে হ্যাঁ বলেছি,,বলেছি যে আবার জিজ্ঞেস করলে আবারও বলবো,, কারন এই একই উত্তর তোমাকে সকালেও দিয়েছি। আর বলেছি আমাকে জিজ্ঞেস না করতে তাও কেন জিজ্ঞেস করলা??আমিতো বলেছিলাম আমি কোনদিন এমন কোন নিয়ত করিনি।
হুজুর এই ২ টি ঘটনার মাধ্যমে কি মিথ্যা স্বীকারোক্তি হবে?? কমেন্টে একটি লিংক আছে ওই উত্তরে আপনি বলেছিলেন সমস্যা হবে না। আমি তাই আবার বিস্তারিত লিখে প্রশ্ন করলাম।কারন এই জিনিস টা নিয়ে ওয়াসওয়াসায় ভোগছিলাম।