আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
160 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (101 points)
edited by
আসসালামুআলাইকুম,

১)দেহবাদী আক্বীদাহ কি কুফরি আক্বীদাহ?

২)"কোনো মাখলুকের জ্ঞান মহান আল্লাহর অসীম শক্তি ও সত্ত্বাকে বুঝতে সক্ষম নয়",এই আক্বীদাহ কি সঠিক?

৩)সরকারি নিয়ম মোতাবেক ব্যবহারিক ক্লাসে নির্ধারিত পরীক্ষণ সম্প্ন্ন করে রাফ খাতায় পরীক্ষণটিকে নিয়ম মাফিক লিপিবদ্ধ করতে হয় ।এরপর এই রাফ শিটকে ব্যবহারিক খাতায় তুলে খাতাটি প্রস্তুত করে বোর্ড পরীক্ষায় জমা দিলে শিক্ষক নম্বর দেন।কিন্তু করোনাকালীন এত দীর্ঘ বন্ধ ও প্রতিষ্ঠানের গাফলতির কারনে আমরা যথাযথ প্রাকটিকাল ক্লাস পাইনি।তো এখন প্রতিষ্ঠান বলছে যে বই থেকে দেখে লিখে আনতে ।তো বোর্ড অনুমোদিত পাঠ্যপুস্তকে তত্ত্বীয় অংশের সাথে ব্যবহারিক অংশও যুক্ত করা আছে।তো স্বাভাবিকভাবে বই দেখে ব্যবহারিক খাতা লেখা অনুমোদিত বলেই মনে হচ্ছে ।কিন্তু বইয়ে যতটুকু দেয়া থাকে তা যথেষ্ট নয়।তাই লেখকরা ব্যবহারিক অংশকে সমৃদ্ধ করে আবার আলাদা ব্যবহারিক বই লেখে বাজারে প্রকাশ করে থাকেন।তো এখন এমতাবস্থায় কি প্রতিষ্ঠানের কথা মেনে ব্যবহারিক খাতা লেখা জায়েজ হবে?

৪)আ্যটাচ বাথরুমে মাছিগুলো যে থাকে তা যদি বালতির ভিজা অংশে বসে কিংবা ভেজা শরীরে বসে কিংবা বালতির পানিতে পড়ে তাহলে বালতি,শরীর,পানি এগুলো নাপাক হবে কি?

৫)যে বুক সেল্ফে কুরআন রাখা আছে বা কুরআনের আয়াত সম্বলিত বই আছে সেদিকে পা দিয়ে ঘুমানো জায়েজ কি?যদিও অন্তরে কুরআনকে অবমাননা করার নিয়ত না থাকুক বরং কেবল শোয়ার নিয়ত থাকুক?

৬) বুখারি শরীফের ১৮৯৪ নম্বর হাদিসের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানতে চাই।

জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
এটি কুফরি আকীদা।
যারা এহেন আকীদা পোষন করে,তারা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অন্তর্ভুক্ত নয়।

(০২)
এই আক্বীদাহ সঠিক।

(০৩)
পরীক্ষা কর্তৃপক্ষ যদি বাজারে প্রকাশিত এধরনের ব্যাবহারিক বই দেখে লেখা থেকে নিষেধ করে থাকেন,তাহলে প্রশ্নে উল্লেখিত কাজটি ধোকার অন্তর্ভুক্ত হবে।
বিধায় তাহা জায়েজ হবেনা।

হাদীস শরীফে এসেছেঃ    

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★তবে যদি পরীক্ষা কর্তৃপক্ষ যদি বাজারে প্রকাশিত এধরনের ব্যাবহারিক বই দেখে লেখা থেকে নিষেধ না করে থাকে,তাদের যদি মৌন সমর্থন থাকে, তাহলে প্রশ্নে উল্লেখিত ছুরতে বাজারে প্রকাশিত সেই ব্যবহারিক বই দেখে লেখা জায়েজ হবে।

(০৪)
স্পষ্ট আকারের নাপাকির চিন্হ,গন্ধ না পাওয়া গেলে এগুলোর কোনোটিকেই নাপাক বলা যাবেনা।

(০৫)
যদি কুরআন পা থেকে অনেক উপরে রাখা হয়,তাহলে এতে আদবের খেলাফ হবেনা।

আর যদি কুরআন তার পায়ের সমান বা নিচে থাকে,তাহলে উক্ত বুক সেলফ অনেক দূরে রাখতে হবে।
এতটা দূরে হতে হবে,যেটাকে সমাজে আদবের খেলাফ মনে করেনা।

যদি কাছেই থাকে,তাহলে এটি আদবের খেলাফ  হবে।

(০৫)
★বুখারী শরীফ (ইসলামীক ফাউন্ডেশন) ১৮৯৪ নং হাদীসঃ-

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ الْقَدْرِ فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى، فِي خَامِسَةٍ تَبْقَى ".
মূসা ইবনু ইসমাঈল (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তা (লাইলাতুল কদর) রমযানের শেষ দশকে তালাশ কর। লাইলাতুল কদর (শেষ দিক হতে গনণায়) নবম, সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে।

★বুখারী শরীফ (তাওহিদ প্রকাশনী) ১৮৯৪ নং হাদীসঃ-

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ। (বুখারী শরীফ ১৮৯৪.১৯০৪, ৫৯২৭, ৭৪৯২, ৭৫৩৮, মুসলিম ১৩/২৯, হাঃ ১১৫১, আহমাদ ৭৩০৮)  (আধুনিক প্রকাশনীঃ ১৭৫৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৭৭০)

ব্যাখ্যাঃ-
সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তা‘আলার নিকট মেশক এর সুগন্ধির চেয়েও প্রিয়।
এটি একটি তুলনা মাত্র মানুষের অভ্যাস এই যে, সে সুগন্ধিকে ভালবাসে এবং তা তার নিকটবর্তী করে নেয়। অনুরূপ আল্লাহ তা‘আলা সিয়াম পালনকারীকে তার নিকটবর্তী করে নেয়।

অথবা এর অর্থ এই যে, মেশকের সুগন্ধ তোমাদের নিকট যে রকম পছন্দনীয় আল্লাহর নিকট সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ তার চেয়ে অধিক পছন্দনীয়।

কেউ কেউ বলেছেন যে রোযাদারের মুখের গন্ধই এখানে উদ্দেশ্য। 
★ মিসওয়াক করার পরেও যেই গন্ধ বাকি থাকে,এটি এখানে উদ্দেশ্য। 
মিসওয়াক না করা অবস্থার গন্ধ উদ্দেশ্য নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...