জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
অকাট্যভাবে প্রমানীত মহান আল্লাহ তায়ালার কোনো আদেশ/বিধানকে কেহ যদি অহংকারের সহিত অস্বীকার করে,তাহলে এটি বড় কুফরি হবে।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
আল্লাহ বলেন:
﴿ وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ٣٤ ﴾ [البقرة: ٣٤]
অর্থাৎ: এবং যখন আমি ফেরেশ্তাগণকে বলেছিলাম যে, তোমরা আদমকে সিজদা কর তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করেছিল; সে অগ্রাহ্য করল ও অহঙ্কার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হল। [সূরা বাকারা ৩৪]
হাদীসে এসেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকারও অবশিষ্ট থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না।” [আবুদাউদ: ৪০৯১]
★সুতরাং অহংকার বশত অকাট্যভাবে প্রমানীত আল্লাহর নিষেধাজ্ঞা মূলক কোনো গুনাহের কাজ করলে এটি বড় কুফরি হবে।
অহংকার বশত যেকোনো পাপ করলে বড় কুফরি হবেনা,বরং সেই পাপ কাজ যদি অকাট্যভাবে প্রমানীত আল্লাহর নিষেধাজ্ঞা মূলক হয়,তাহলে অহংকার বশত সেটি করলে বড় কুফরি হবে।