বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
هُوَ الَّذِي خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَمِنْكُمْ مُؤْمِنٌ وَاللهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ‘তিনি সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কেউ হয় ‘কাফির’ ও কেউ হয় ‘মুমিন’। আর তোমরা যা কর, সবই আল্লাহ দেখেন’ (তাগাবুন ৬৪/২)।
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ- لاَ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
‘তুমি বল, হে কাফিরগণ! আমি ইবাদত করি না যাদের তোমরা ইবাদত কর’ (কাফিরূন ১০৯/১-২)।
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللهَ ثَالِثُ ثَلاَثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلاَّ إِلَهٌ وَاحِدٌ
‘নিশ্চয়ই তারা কুফরী করেছে, যারা বলে, আল্লাহ তিন উপাস্যের অন্যতম। অথচ এক উপাস্য ভিন্ন অন্য কোন উপাস্য নেই’... (মায়েদাহ ৫/৭৩)।
وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ
‘যে ব্যক্তি ঈমানের বদলে কুফরীকে অবলম্বন করে, সে ব্যক্তি সরল পথ থেকে বিচ্যুত হয়’ (বাক্বারাহ ২/১০৮)।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
অহংকার বশত যেকোনো পাপ করলে বড় কুফরি হবেনা,বরং সেই পাপ কাজ যদি অকাট্যভাবে প্রমানীত আল্লাহর নিষেধাজ্ঞা মূলক হয়,তাহলে অহংকার বশত সেটি করলে বড় কুফরি হবে।
(০২)
বাক্যটি পূর্ণ নয়।
সম্ভবত এখানে অহংকার এর সহিত কুফরি করা উদ্দেশ্য।
(০৩)
হ্যাঁ সে এক্ষেত্রে সে আল্লাহর নির্দেশ মানলো না।
(০৪)
ইসলাম মানা বলতে শরীয়তের পূর্ণাঙ্গ নিয়মনীতি ফলো করে নিজের জীবন, পরিবার,সমাজ,রাষ্ট্র পরিচালনা করা।
পাপ করলে ইসলাম মানা হয়না,কেননা কোনো পাপ কাজের ইসলাম অনুমোদন দেয়না।
তবে এতে সে ইসলাম থেকে বের হয়ে যায়না।
(০৫)
বড় কুফরি সংক্রান্ত বিস্তারিত জানুনঃ