আসসালামু আলাইকুম,
মহিলাদের স্বপ্নদোষের কারনে গোসল ফরজ হয় জানি।ইদানিং জানতে পেলাম,স্বপ্নে কিছু না দেখলে বা স্বপ্নের কথা মনে না থাকলে কিন্তু সকালে উঠে লজ্জাস্থানে ভেজা ভাব পরিলক্ষিত হলে গোসল করতে হবে।
প্রশ্ন হল,আমার সাদাস্রাবের সমস্যা টা কমন,তাই ঘুম থেকে উঠে স্বপ্নে কিছু না দেখলেও বা মনে না থাকলেও ভিজা ভাব দেখা যায়।(তবে গোসল ফরজ হয়ার মত
স্বপ্ন দেখলে মনে থাকে হয়ত)
তো এক্ষেত্রে কি গোসল ফরজ হবে?