আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
339 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম উস্তায।

গত প্রশ্নে আপনি বিয়েটাকে জরুরত হিসেবে বলেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার পরিবার সম্পূর্ণ বেদ্বীন হওয়ায় আমার মন মানসিকতা,জীবন দর্শন কোনোদিক থেকেই তাদের মিলে না,আর আমি অসুস্থ হওয়ায় বিষয়টা আরোও জটিল হয়ে গেছে। বিয়ের ক্ষেত্রে আমার পরিবারের উপর আমি ভরসা করতে পারিনা,আর তারা চেষ্টাও করতে পারবেন না। সেক্ষেত্রে তারা আমাকেই বলেছেন যেমন পছন্দ নিজের পাত্র নিজে খুঁজে যিনি বিয়ে করবেন তাকে খুঁজে এনে দিতে, কিন্তু এটা তো আমার জন্য অসম্ভব! সুবহানাল্লাহ...

মানুষ হিসেবে আমরা এমনিতেই দূর্বল,আর এতোটা অসুস্থতার জটিলতায় আমি একটু বেশিই দূর্বল, আলহামদুলিল্লাহি আ'লা কুল্লি হা'ল। পরিবার থেকে আমার জীবনটাই তারা অসম্ভব মনে করেন,আমি এজন্য একদমই সুযোগ্য মাহরাম শূণ্যতা ও অভিভাবক শূণ্যতায় ভুগি দ্বীন দুনিয়া সব প্রয়োজনের ক্ষেত্রে, আল্লাহ ছাড়া আমার আর দ্বিতীয় কোনো শক্তি,সক্ষমতা, সঙ্গী,অভিভাবক ও প্রিয় ভালোবাসার আশ্রয় নেই।

এখন আমার জায়গা থেকে আমি কীভাবে চেষ্টা করতে পারি?আমাদের মাদ্রাসার ম্যাট্রিমনি আছে,অনলাইনে বায়োডাটার মাধ্যম আছে কিন্তু সামান্য একটা ফর্মে এতো কিছু বোঝানো সম্ভব নয়,ব্যাখ্যা করাও সম্ভব নয়।

জেনে শুনে বুঝে আল্লহর জন্য,দ্বীনের প্রতি মুহাব্বাত থেকে বিয়ে করবে এমন চক্ষুশীতলকারী দ্বীনদার পাত্র অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামাহ । আল্লহর কাছে থেকেই চেয়ে নিতে হবে,নিজেকেও সর্বোত্তমদের একজন হওয়ার চেষ্টা করতে হবে কিন্তু পরিবার ও মাহরাম ব্যতীত আমি কীভাবে চেষ্টা করতে পারি, যেহেতু আমার এই বিষয়গুলোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে?

1 Answer

0 votes
by (588,060 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিন সালাত এবং ধর্য্যর মাধ্যমে।বিশেষ করে আপনি সালাতুল হাজত পড়বেন।
https://www.ifatwa.info/1453 নং ফাতাওয়ায় বলেছি যে,
আল্লামা ইবনে আবেদীন শামী রাহ তাজনিস কিতাবের উদ্ধৃতিতে লিখেন,
وأما في التجنيس وغيره، فذكر أنها أربع ركعات بعد العشاء وأن في الحديث المرفوع يقرأ في الأولى الفاتحة مرة وآية الكرسي ثلاثا، وفي كل من الثلاثة الباقية يقرأ الفاتحة والإخلاص والمعوذتين مرة مرة كن له مثلهن من ليلة القدر. قال مشايخنا: صلينا هذه الصلاة فقضيت حوائجنا مذكور في الملتقط والتجنيس وكثير من الفتاوى، كذا في خزانة الفتاوى. وأما في شرح المنية فذكر أنهاركعتان، والأحاديث فيها مذكورة في الترغيب والترهيب كما في البحر.
এ'শার নামাযের পর সালাতুল হাজতের চার রা'কাত পড়তে হবে।এই নামাযের নিয়ম একটি হাদীসে মারফু এর আলোকে এভাবে রয়েছে যে,প্রথম রা'কাতে সূরায়ে ফাতেহা একবার,এবং আয়াতুল কুরসি তিনবার।এবং পরবর্তী তিন রা'কাতে সূরায়ে ফাতেহার সাথে সূরায়ে ইখলাছ এবং সূরায়ে ফালাক্ব ও সূরায়ে নাস একবার করে করে পড়তে হবে।মাশায়েখগণ বলেন,আমরা এমন পদ্ধতিতে নামায পড়তাম,আমাদের হাজত পূর্ণ হতো।মুনয়াতুল মুসাল্লি নামক কিতাবে দু'রাকাত সালাতুল হাজতের কথা বর্ণিত রয়েছে।
রদ্দুল মুহতার-২/২৮

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি আই ও এম ম্যাটরিমনিতে রেজিষ্টেশন করে নিবেন।ইসলামিক অনলাইন মাদরাসার অফিসে যোগাযোগ করে "আই ও এম ম্যাটরিমনি" এর ঠিকানা সংগ্রহ করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...