আসসালামু আলাইকুম উস্তায।
গত প্রশ্নে আপনি বিয়েটাকে জরুরত হিসেবে বলেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার পরিবার সম্পূর্ণ বেদ্বীন হওয়ায় আমার মন মানসিকতা,জীবন দর্শন কোনোদিক থেকেই তাদের মিলে না,আর আমি অসুস্থ হওয়ায় বিষয়টা আরোও জটিল হয়ে গেছে। বিয়ের ক্ষেত্রে আমার পরিবারের উপর আমি ভরসা করতে পারিনা,আর তারা চেষ্টাও করতে পারবেন না। সেক্ষেত্রে তারা আমাকেই বলেছেন যেমন পছন্দ নিজের পাত্র নিজে খুঁজে যিনি বিয়ে করবেন তাকে খুঁজে এনে দিতে, কিন্তু এটা তো আমার জন্য অসম্ভব! সুবহানাল্লাহ...
মানুষ হিসেবে আমরা এমনিতেই দূর্বল,আর এতোটা অসুস্থতার জটিলতায় আমি একটু বেশিই দূর্বল, আলহামদুলিল্লাহি আ'লা কুল্লি হা'ল। পরিবার থেকে আমার জীবনটাই তারা অসম্ভব মনে করেন,আমি এজন্য একদমই সুযোগ্য মাহরাম শূণ্যতা ও অভিভাবক শূণ্যতায় ভুগি দ্বীন দুনিয়া সব প্রয়োজনের ক্ষেত্রে, আল্লাহ ছাড়া আমার আর দ্বিতীয় কোনো শক্তি,সক্ষমতা, সঙ্গী,অভিভাবক ও প্রিয় ভালোবাসার আশ্রয় নেই।
এখন আমার জায়গা থেকে আমি কীভাবে চেষ্টা করতে পারি?আমাদের মাদ্রাসার ম্যাট্রিমনি আছে,অনলাইনে বায়োডাটার মাধ্যম আছে কিন্তু সামান্য একটা ফর্মে এতো কিছু বোঝানো সম্ভব নয়,ব্যাখ্যা করাও সম্ভব নয়।
জেনে শুনে বুঝে আল্লহর জন্য,দ্বীনের প্রতি মুহাব্বাত থেকে বিয়ে করবে এমন চক্ষুশীতলকারী দ্বীনদার পাত্র অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামাহ । আল্লহর কাছে থেকেই চেয়ে নিতে হবে,নিজেকেও সর্বোত্তমদের একজন হওয়ার চেষ্টা করতে হবে কিন্তু পরিবার ও মাহরাম ব্যতীত আমি কীভাবে চেষ্টা করতে পারি, যেহেতু আমার এই বিষয়গুলোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে?